শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:২১ এএম আপডেট: ২৪.০৬.২০২৫ ১:৫৬ এএম |




  শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার সকালে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। 
বাংলাদেশের সবশেষ স্কোয়াড থেকে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। দলে এসেছেন লিটন দাস, নাঈম শেখ, শামীম হোসেন, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। দল নেই নাসুম আহমেদ ও সৌম্য সরকার। ওয়ানডে থেকে মুশফিকুর রহিম ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নেওয়ায় তাদের জায়গা আগের থেকেই ফাকা। 
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে। ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। বৃষ্টিতে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হয়েছিল। 
অফফর্মের কারণে বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি লিটনের। তাকে শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফেরানো হয়েছে। লিগে তেমন রান অবশ্য লিটন করেননি। ৬ ম্যাচে ২৩৭ রান। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত থাকায় তার ওপর ওয়ানডেতে আস্থা রেখেছেন নির্বাচকরা। নাঈম শেখ ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। ঢাকা লিগে নাঈম ৬১৮ রান করেছেন ৬১.৮০ গড়ে। স্ট্রাইক রেট ছিল ১২১.৮৯। 
শামীম ২০২৩ সালের এশিয়া কাপের পর আবার ওয়ানডে দলে ফিরলেন। ৪ ওয়ানডে খেলা শামীম লিগে ১১ ম্যাচে ৩৯৬ রান করেছেন ১২৬.১১ স্ট্রাইক রেটে। স্পিনার তানভীর লিগে ১৩ ম্যাচে ১৫ উইকেট ও হাসান মাহমুদ ৯ ম্যাচে ১৬ উইকেট পেয়েছেন। 
আগামী ২ জুলাই প্রথম ওয়ানডে কলম্বোতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৫ ও ৮ জুলাই। কলম্বো ও পাল্লেকেল্লেতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ বিকেল ৩টায় শুরু হবে।
২০১৯ সালের পর শ্রীলঙ্কায় দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেবার তামিমের নেতৃত্বে শ্রীলঙ্কায় ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছিল এশিয়া কাপের। শ্রীলঙ্কার মাটিতে শেষ ছয়টি ওয়ানডের একটিও জিততে পারেনি বাংলাদেশ। মিরাজের নেতৃত্বে নতুন করে পথ চলা শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। তার শুরুটা কেমন হয় সেটাই দেখার।  












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ফলাফলে কেনো ধ্বস নামলো?
১১ জুলাই ‘প্রথম প্রতিরোধ দিবস -আসিফ মাহমুদ
বিচার-সংস্কার ছাড়া এদেশে নির্বাচন হতে দেব না : ছাত্রশিবির
চান্দিনায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগ
রাজনৈতিক ছত্রছায়ায় মাদকের বিস্তার হোমনায় এলাকাবাসীর প্রতিবাদ সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ-৫
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
কুমিল্লা বোর্ডের ফলাফলে কেনো ধ্বস নামলো?
বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি, ভাসছে কৃষকের ফসল
শতভাগ পাস মাত্র ২২টি প্রতিষ্ঠানে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২