শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
দাউদকান্দি পৌরসভায় ৫নং ও ৬নং ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা
একমাসে এক ওয়ার্ডে তিন জনের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১:৫৬ এএম আপডেট: ১৭.০৬.২০২৫ ২:০২ এএম |



 দাউদকান্দি পৌরসভায় ৫নং  ও ৬নং ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য  অতি ঝুঁকিপূর্ণ ঘোষণাতানভীর দিপু:
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৫নং ও ৬ নং ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ‘অতি ঝুঁকিপূর্ণ’ বলে ঘোষণা করেছেন প্রশাসন। গত এক মাসে ৬ নং ওর্য়াডরে দোনারচর গ্রামরে ৩ জনরে মৃত্যু হয়ছে।ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর সংক্রমন অতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন ওই দুইটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। তিনি জানান, এসব ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমন এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ওয়ার্ডগুলোকে ধরে আমরা একটি ডেডিকেটেড টীম গঠন করেছি। ৬ নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক সময়ে তিন জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরনও করেছেন বলে জানা গেছে। মৃত্যুবরণকারীরা দাউদকান্দেিত আক্রান্ত হয়ে ঢাকায় চকিৎিসাধীন অবস্থায় প্রাণ হারান বলে নশ্চিতি করছেনে দাউদকান্দি উপজলো স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাবিবুর রহমান। তিনি জানান, আমরা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে মৃত্যুবরণকারীদের পরিচয় পেয়েছি। তারা তিন জনই নারী। তারা হলেন দোনারচর গ্রামের সালমা বেগম (৫৬), শাহীনূর আক্তার আক্তার (২৪) এবং সবজিকান্দি গ্রামের জ্যোস্না বেগম(৬০)। 
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত উপজেলা সরকারি হাসপাতালে একশত দুই জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছে। তারমধ্যে উন্নত চিকিৎসার জন্য ২৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলার বেসরকারি হাসপাতালগুলোতে ২৫৮ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এদিকে পৌরসভার ৫ নং এবং ৬ নং ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামগুলোতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। প্রতিটি পরিবারের কোন না কোন সদস্য আক্রান্ত হচ্ছেন। ওয়ার্ড দুটিতে আক্রান্তের সংখ্যা ৫ শ’ ছাড়িয়েছে। মে মাসের শুরু থেকে এই পর্যন্ত উপজেলার সরকারী ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩ শতাধিক রোগী এবং রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে ৩ জন।
দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে দুটি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছি। প্রতিদিন ডেঙ্গু মশার বিস্তার রোধে মশক নিধন কর্মসূচি গ্রহণ করছি। ফগার মেশিনের মাধ্যমে উচ্চমাত্রার ওষুধ প্রয়োগ করছি। আশা করছি খুব সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসবে।













সর্বশেষ সংবাদ
‘মেধাবীরা মানবিকে পড়তে চায় না’!
কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ-৫
বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি, ভাসছে কৃষকের ফসল
শতভাগ পাস মাত্র ২২টি প্রতিষ্ঠানে
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা
এসএসসিতে কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০
কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র
মনোহরগঞ্জে লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন
বিয়ের ৩৬ দিনে মাথায় প্রবাসীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২