রোববার ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২
সংকটে দেশের শিল্প খাত
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১:০১ এএম |


দেশের শিল্প খাত গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যার নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে সামগ্রিক অর্থনীতিতে। একদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে; অন্যদিকে রপ্তানি আয় কমছে, বিনিয়োগ থমকে আছে এবং বাড়ছে বেকারত্ব। এ ছাড়া সরকার শিল্পে প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দিলেও বাস্তবে গ্যাসের অভাবে ধুঁ সংকটে দেশের শিল্প খাতকছে বেশির ভাগ শিল্প-কারখানা। পত্রিকান্তরে প্রতিবেদনে শিল্পের এমন অনেক সংকটের চিত্রই উঠে এসেছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, নিরাপদ ও সহায়ক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না হলে দেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণ সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম, পণ্য পরিবহনে ঝুঁকি, জালিয়াতিসহ বিভিন্ন অনিশ্চয়তা ব্যবসায়ীদের আস্থার ঘাটতিই বাড়াচ্ছে কেবল। ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময়সভায় ব্যবসায়ীরা তাঁদের হতাশা ও উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁরা জানান, নিয়মিত ভ্যাট-ট্যাক্স দিয়েও তাঁদের ভীতিকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও আইন-শৃঙ্খলার কাক্সিক্ষত উন্নতি হয়নি। স্থলবন্দরে পণ্য পরিবহনে দালালনির্ভরতা ও ট্রাকস্ট্যান্ডে বিশৃঙ্খলা রয়েছে। ঢাকার লালবাগ, কোতোয়ালি ও চকবাজার এলাকায় নিরাপদে নগদ অর্থ পরিবহনের লক্ষ্যে সন্ধ্যাকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি জানানো হয়েছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ফুটপাত দখল এবং লাইসেন্স নবায়নের জটিলতাও ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ।
রয়েছে বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প গ্রুপের নামে আইনি হয়রানির অভিযোগ।
অন্যদিকে শিল্প খাতে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় উৎপাদন ৪০ থেকে ৫০ শতাংশ কমে যাওয়ায় পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তারা দিশাহারা। সরকার ২৫০ মিলিয়ন ঘনফুট বাড়তি গ্যাস সরবরাহের ঘোষণা দিলেও এখন পর্যন্ত মাত্র ৬০ মিলিয়ন ঘনফুটের মতো সরবরাহ বেড়েছে। সাভার ও আশুলিয়ার মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে গ্যাসের ভয়াবহ সংকট উৎপাদনের স্বাভাবিক গতি স্তব্ধ করে দিয়েছে। গ্যাসের চাপ এতই কম যে অনেক কারখানায় উৎপাদন কার্যত বন্ধ হয়ে গেছে এবং অনেককে ডিজেলনির্ভর হতে হচ্ছে, যা উৎপাদন ব্যয় দ্বিগুণ করে লোকসান বাড়াচ্ছে।
এই পরিস্থিতি দেশের কর্মসংস্থানের প্রায় ৯৫ শতাংশ জোগান দেওয়া বেসরকারি খাতের জন্য মারাত্মক হুমকি। বিনিয়োগ তলানিতে নেমে এসেছে, নতুন উদ্যোগ গ্রহণ বা সম্প্রসারণের পরিকল্পনা নিতে ব্যবসায়ীরা দ্বিধাগ্রস্ত।
দেশের অর্থনীতিকে এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জরুরি ভিত্তিতে শিল্প খাতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো দরকার। ব্যবসা পরিচালনার জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ তৈরি করতে হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। কেবল তখনই দেশের অর্থনীতি গতিশীল হবে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
 












সর্বশেষ সংবাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ
কুমিল্লায় ৩দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন আজ
কুমিল্লায় আ’লীগ যুবলীগ, ছাত্রলীগের ৮জনসহ গ্রেপ্তার ১১
কুমিল্লায় ৯ তলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
বাংলা একাডেমি ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
কুমিল্লায় আ’লীগ যুবলীগ, ছাত্রলীগের ৮জনসহ গ্রেপ্তার ১১
জাতীয় পর্যায়ে কুমিল্লায় উদযাপিত হবে কবি নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ
পলাতক বাহার কন্যা সোনালী শারজায়, যাচ্ছেন সূচিও
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২