জাতীয়
কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কুমিল্লা। প্রেম, দ্রোহ ও
সাম্যের কবি নজরুলের জীবনের এক বিরাট অধ্যায়জুড়ে রয়েছে কুমিল্লা। তাই
আগামী ২৫ মে এ জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে কুমিল্লায়
উদ্যাপিত হবে। কুমিল্লা শিল্পকলা একাডেমীতে কুমিল্লা জেলা প্রশাসনের
ব্যবস্থাপনায় আয়োজিত হবে তিন দিনব্যাপী অনুষ্ঠান। আগামীকাল ২৫মে থেকে ২৭ মে
পর্যন্ত নানা অনুষ্ঠানমালা থাকবে সবার জন্য উন্মুক্ত। এ বছর জাতীয় কবি
কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা
হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।
কবির
জন্মবার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী অনুষ্ঠানে প্রথমদিন ২৫ মে রবিবার
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক
মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে
সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান।
এছাড়াও আরও উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.
ফরহাদ সিদ্দিক।
অন্যদিকে কুমিল্লা শিল্পকলায় আয়োজিত তিনদিন ব্যাপী এ
অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার ২৭ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া
মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ অনুষ্ঠানে সভাপতিত্ব
করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।