আজ
প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। জাতীয়
কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় উদযাপিত হচ্ছে জাতীয় পর্যায়ের
অনুষ্ঠান। আজ ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার
আয়োজন করা হয়েছে কুমিল্লা শিল্পকলা একাডেমীতে। এ বছর জাতীয় কবি কাজী নজরুল
ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে
‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।
জাতীয় কবির
জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার বিকেল
৩টায় শুরু হবে প্রথম দিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের
সচিব মোঃ মফিদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি
বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক, জাতীয় কবি কাজী
নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী, জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড এর কবিপৌত্রী ও চেয়ারম্যান
খিলখিল কাজী, ভাষাবিদ , দার্শনিক, ইতিহাসবিদ বাংলা একাডেমী
পুরুস্কারপ্রাপ্ত অধ্যাপক সলিমুল্লাহ খান ও কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল
কায়ছার।
অন্যদিকে কুমিল্লা শিল্পকলায় আয়োজিত তিনদিন ব্যাপী এ
অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার ২৭ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া
মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ অনুষ্ঠানে সভাপতিত্ব
করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।