নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি কুমিল্লা নগরীর তালপুকুর পাড় এলাকার সেতুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (২১ মে) কুমিল্লার সুয়াগাজী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।