বিএনপির
চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, অতীতে যারা এই পৃথিবীতে এসে এই পৃথিবী
সুন্দর করে গেছে তোমরা মেধাবী যারা আছো তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও
কর্তব্য হলো, এই পৃথিবীকে আরও সুন্দর করে যাওয়া যাতে আগামীতে যারা এই
পৃথিবীতে আসবে তারা যেন উপভোগ করতে পারে।
মঙ্গলবার (২০ মে) বিকালে
কুমিল্লা টাউনহল মাঠে সিলভার ডেভেলপারস কোম্পানী লি., দৈনিক কুমিল্লার কাগজ
এবং মানবিক সংগঠন বিবেকের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাজী ইয়াছিন আরও বলেন,
আজ যারা সম্মাননা পেয়েছো তোমরা তোমাদের যোগ্যতার কারণে এই সম্মাননা পেয়েছো।
এই বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে চেয়ারে বসে আছো, এটি আমাকে অনুপ্রাণিত করেছে।
তোমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। তোমরা যারা আমার সামনে
বসে আছো নিশ্চয়ই তোমরা অনেক মেধাবী। আমরা যদি ১০ হাজার আগের বছরের কথা
চিন্তা করি তখন হয়তো জিপিএ ৫ ছিল না। কিন্তু তখনও প্রাকৃতিক ভাবে মেধাবীরা
ছিল। তখন পৃথিবী এত সুন্দর ছিল না, মাইকে কথা বলার সিস্টেম ছিলনা, ছাতাও
হয়তো ছিল না। ওই যুগে যারা এই পৃথিবীতে মেধাবী হয়ে এসেছিল তারা এই
পৃথিবীকে তিলে তিলে সুন্দর করে গেছে বলেই আজকে আমরা এত সুন্দর একটি পৃথিবী
উপভোগ করছি। আজকে মাইক বাজাচ্ছি, উচু উচু বিল্ডিং দেখছি, সুন্দর সুন্দর
জামা পড়ছি।
তিনি শিক্ষার্থীদের আরও বলেন, জীবনে চেষ্টা করবে ভালো বন্ধু
যোগার করার। নির্দিষ্ট একটা বয়সের পর বন্ধু হয় না। ছয় থেকে নয় বছর এক
ধরণের বন্ধু হয়। ১০ থেকে ১৬ বছর আরেক ধরণের বন্ধু হয়। ১৬ এর পর জীবনের
অনেক কিছু সামনে এসে যায় বন্ধুর ভিন্নতা এসে যায়। আমি বন্ধু বলতে সে বন্ধু
বুঝিয়েছি যে তুমি জিপিএ ৫ পাওয়ার পর তোমার মত আনন্দ উল্লাস করবে সে-ই
তোমার প্রকৃত বন্ধু সে যেই হোক। যে তোমার দুখের সময় তোমার দুখের কথা শুনে
দু:খ অনুভব করবে। আবার তোমার সুখের সময় আনন্দ করবে। তোমার কান্না দেখে তার
চোখেও পানি পড়বে। সে-ই হবে তোমার প্রকৃত বন্ধু। তোমার সুখে ও দুখে যে বন্ধু
সব কিছু উপেক্ষা করে পাশে এসে দাঁড়াবে । এখন তোমরা চিন্তা করো তোমার
জীবনে এমন কোন বন্ধু আছে কিনা ? যদি কারও এ রকম তিন জন বন্ধু থাকে আমি
গ্যারান্টি দিয়ে বলছি ‘তুমি সবচেয়ে বেশি হ্যাপী। এই পৃথিবী তোমার এই পৃথিবী
আমার, এই কুমিল্লা তোমার আমার সবার। এই কুমিল্লা পৃথিবীর একটি অংশ শুধু
দেশের অংশই নয়, আসুন আমরা সবাই মিলে জীবনকে সুন্দর করি কুমিল্লাকে সুন্দর
করি তাহলেই আগামীর প্রজন্মের কাছে একটি সুন্দর কুমিল্লা, একটি সুন্দর
বাংলাদেশ, একটি সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারব। এই হোক আমাদের আজকের
প্রতিজ্ঞা।