মঙ্গলবার ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২
আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: ইশরাক ইস্যুতে আসিফ মাহমুদ
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬:৪৮ পিএম |

আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: ইশরাক ইস্যুতে আসিফ মাহমুদ বিএনপি নেতা ইশরাক হোসেন প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টিতে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয়, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসলে লাভ নেই। আদালতের যেই আইনি লড়াই, সেটি লড়তে হবে। যেই জটিলতাগুলো আছে, সেই সংক্রান্তে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। যেহেতু আইন মন্ত্রণালয় এ বিষয়ে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌছাতে পারবো।’

মঙ্গলবার (২০ মে) দুপুরে ঢাকার সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত যুব সমাবেশ ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, ‘সরকার একটা বডি হিসেবে কাজ করে। কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এ ধরনের বড় ডিসিশন, একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনও কারণ নেই।’

এই উপদেষ্টা বলেন, ‘আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করা সমীচীন হবে না। যে বিষয়টি নিয়ে আন্দোলন চলছে, সেটির যে মামলা ছিল সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়েও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনও নির্দেশনা ছিল না।’

তিনি বলেন, ‘ভারতের দেওয়া বিধিনিষেধে বাংলাদেশ থেকে কিছু পণ্য রফতানিতে ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, এই নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে। কারণ ভারত বাংলাদেশে বেশি রফতানি করে থাকে। তবে অবশ্যই যেহেতু এটা একটা হঠাৎ সিদ্ধান্ত এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে।’












সর্বশেষ সংবাদ
আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: ইশরাক ইস্যুতে আসিফ মাহমুদ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’
কুমিল্লায় আজ উৎসবে মাতবেন দুই সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী
‘ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্চিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ’
কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
কুমিল্লা সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২