সোমবার ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২
কুমিল্লা বিভাগীয় বিএনপির সংবাদ সম্মেলন
‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৪:৪৯ পিএম আপডেট: ১৯.০৫.২০২৫ ৬:০৭ পিএম |

‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’জহির শান্ত:  ‘কুমিল্লায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়’- এমন বক্তব্য প্রত্যাহার করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে ক্ষমা না চাইলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে কুমিল্লায় কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চাইলে কুমিল্লায় হাসনাত আবদুল্লাহকে ‘অবাঞ্চিত’ করা হতে পারে বলেও জানান তিনি।
সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন সেলিম ভূইয়া।
এর আগে গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ছাত্র জনতার গণআন্দোলনে ‘কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে আয়োজিত জুলাই সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কুমিল্লার অনেক উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামীলীগের টাকায় চলে; তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় বিক্রি হয়ে গিয়েছে।’
হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদে সোমবার কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে বিভাগীয় বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন- গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন- ‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে'। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি। হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টি খ্যাত (রাজার পার্টি) এনসিপির মুখপাত্র। তার মত ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতা-কর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি'র কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলেমানুষী নেতাদের রাজনীতির মাঠে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন।
জুলাই-আগস্টের গণআন্দোলনে বিএনপির অবদান তুলে ধরে সেলিম ভূইয়া বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন করেছে। আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন সার্বক্ষণিক আন্দোলনের মাঠে কাজ করার জন্য। তিনি সবকিছু মনিটরিং করেছেন। কুমিল্লায় জুলাই-আগস্ট বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপির নেত্রী সাবেরা আলাউদ্দিন হেনা, বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, মোস্তফা জামান, সারোয়ার জাহান দোলনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












সর্বশেষ সংবাদ
পশুর হাটে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় ইউটিউবার গ্রেফতার
ইশরাক হোসেনের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: আসিফ মাহমুদ
বৃষ্টির মধ্যে দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের
‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’
লাকসামে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
‘শাবল দিয়ে মাথা ও বুকে আঘাত, ড্রিল মেশিন দিয়ে চোখ উপড়ে সফিউল্লাহকে হত্যা করে রাসেল’
কুমিল্লায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২