বুধবার ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২
বাপ কা বেটা: পর্তুগালের জার্সিতে রোনালদো জুনিয়রের প্রথম ‘সিউ’
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:২৩ এএম |


  বাপ কা বেটা: পর্তুগালের জার্সিতে রোনালদো জুনিয়রের প্রথম ‘সিউ’


বলটা জালে জড়িয়েই দৌড় শুরু। লক্ষ্য কর্নার ফ্ল্যাগের দিকে যাওয়া। পেছন পেছন ছুটল এক সতীর্থ। গোলদাতাকে কেন্দ্র করে সচরাচর যে ধরনের উদ্যাপন হয়, তেমনই আর কি!
কিন্তু গোলদাতা তার সতীর্থকে কাছে আসতে দিতে রাজি নয়। হাত ইশারায় বোঝাল, পেছনেই থাকো। কেন, সেটা বোঝা গেল দুই সেকেন্ডের মধ্যেই।
কিছুটা সামনে এগিয়ে সে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুপাশে নামিয়ে আনল। দৃশ্যটা ফুটবলবিশ্ব খুব ভালো করে চেনে। ‘সিউ’ উদ্যাপন। ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রেডমার্ক হয়ে ওঠা এই ‘সিউ’ উদ্যাপন ফিরিয়ে আনা খেলোয়াড়টি তাঁরই বড় ছেলে রোনালদো জুনিয়র।
রোববার ক্রোয়েশিয়ায় লাতকো মারকোভিচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ফাইনালে রোনালদো জুনিয়রের এই উদ্যাপনের ভিডিও পোস্ট করে পর্তুগাল জাতীয় দলের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখা হয়েছে, ‘পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো জুনিয়রের প্রথম সিউউউ।’ সঙ্গে হ্যাশট্যাগ ‘মেকহিস্টোরি’।
পরে ক্রিস্টিয়ানো রোনালদো ও রোনালদো জুনিয়রের ‘সিউ’ উদ্যাপনের ছবি দিয়ে বানানো একটি কার্ডও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘লাইক ফাদার, লাইক সন।’ সহজ ভাষায় বললে ‘বাপ কা বেটা’। রোনালদো জুনিয়রকে নিয়ে ‘বাপ কা বেটা’ বন্দনা চলছে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে রোনালদো সমর্থকদের মধ্যে।
রোনালদো জুনিয়রের বয়স ১৪ বছর। আল নাসর একাডেমিতে খেলা এই উইঙ্গার এ মাসেই প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে। ক্রোয়েশিয়া তাদের সাবেক ফুটবলার, কোচ ও সংগঠক লাতকো মারকোভিচের নামে প্রতি বছর অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৬ দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করে। আট দল নিয়ে আয়োজিত এ বছরের আসরে রোনালদো জুনিয়রের পর্তুগাল অভিষেক হয় ১৩ মে জাপানের বিপক্ষে বদলি নেমে।
গতকাল ছিল টুর্নামেন্টের ফাইনাল। ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল জিতেছে ৩-২ গোলে। আর এই জয়ে ১৩তম মিনিটে বাঁ পায়ের ফিনিশিংয়ে প্রথম গোল করে রোনালদো জুনিয়র। বাবার মতো ৭ নম্বর জার্সি পরা জুনিয়র এরপর ‘সিউ’ উদ্যাপনে’ও কিংবদন্তি তারকাকে স্মরণ করে। ম্যাচের ৫৪তম মিনিটে আরেকটি গোল করে রোনালদো জুনিয়র।
ক্রিস্টিয়ানো রোনালদো এখনো অবসর না নেওয়ায় অনেক সমর্থকই বাপ-বেটা একসঙ্গে খেলবেন বলে প্রত্যাশা করছেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর ১৮ বছর বয়সে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয়। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩৬টি ম্যাচ খেলেছেন ৪০ বছর বয়সী রোনালদো। সম্ভাবনা আছে ২০২৬ বিশ্বকাপে খেলারও। তত দিনে রোনালদো জুনিয়র আরও পরিণতই হয়ে ওঠার কথা।














সর্বশেষ সংবাদ
করিডর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা
বৃষ্টিভেজা উৎসব মেধাবীদের
মেধাবীদের দায়িত্ব ‘আগামীর পৃথিবীকে সুন্দর রেখে যাওয়া -হাজী ইয়াছিন
‘সততা ও সাহস নিয়ে নিজেকেগড়ে তুলতে হবে’ :জেলা প্রশাসক
ব্রাহ্মণপাড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আজ উৎসবে মাতবেন দুই সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী
‘ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্চিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ’
কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
বৃষ্টিভেজা উৎসব মেধাবীদের
কুমিল্লা সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২