পাকিস্তান
সুপার লিগের (পিএসএল) চলতি আসরে খেলতে লাহোর কালান্দার্সের ডাক পেয়ে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি বা ছাড়পত্র চেয়ে আবেদন
করেছিলেন মেহেদী হাসান মিরাজ। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই ডানহাতি এ টাইগার
অলরাউন্ডারকে এনওসি দিয়েছে বিসিবি।
অর্থাৎ পিএসএলে দুইবারের চ্যাম্পিয়ন
লাহোরের হয়ে খেলতে আর কোনো বাধা নেই মিরাজের। জানা গেছে, আজ সোমবার রাতেই
পাকিস্তানের ফ্লাইট ধরবেন মিরাজ। মূলত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে
টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে না থাকার কারণেই কম সময়ের মধ্যে এনওসি পেয়েছেন
তিনি।
২২ থেকে ২৫ মে পর্যন্ত এনওসি পেয়েছেন মিরাজ। টুর্নামেন্টের শেষ
পর্যায়ে বাংলাদেশি এ অলরাউন্ডারকে যুক্ত করে স্পিন আক্রমণ আরও শক্তিশালী
করলো লাহোর।
ধারণা করা হচ্ছে, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার
বদলি হিসেবেই মিরাজকে বিবেচনা করেছে লাহোর। কেননা জাতীয় দলের দায়িত্ব পালন
করতে লাহোরের প্লে-অফের ম্যাচগুলো খেলতে পারবেন না একাদশের নিয়মিত মুখ
রাজা।
আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের
অ্যাওয়ে টেস্ট। জাতীয় দলের সাদা জার্সিতে খেলতে লাহোরকে প্লে-অফে তুলেই
নটিংহ্যামের উদ্দেশে ছুটছেন রাজা।
উল্লেখ্য, গতকাল রোববার পেশোয়ার জালমিকে হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে লাহোর।