কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত হয়েছে।
গত ১৭ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ ৬ (ছয়) মাস মেয়াদী এই কমিটি অনুমোদন করেন।
কমিটিতে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড় গ্রামের মরহুম হাজী ইয়াছিন মিয়ার বড় ছেলে মাওলানা মোহাম্মদ মহি উদ্দিন কে সভাপতি করা হয়েছে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এবং আল আমিন ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারীর দায়িত্বে রয়েছেন।
কমিটির অন্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান, অভিভাবক প্রতিনিধি দোশারীচোঁ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে হোমিও চিকিৎসক আবদুল ওয়াদুদ ও সদস্য সচিব প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা জামাল।