চাঁদপুরে বাংলাদেশ জুয়েলার্স
অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমারের
মালিকানাধীন একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ মে) রাতে উপজেলা পরিষদের গেটের কাছে ‘শ্রীগুরু জুয়েলার্স’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করছে মালিকপক্ষ।
ক্ষতিগ্রস্ত
ব্যবসায়ী দিলীপ কুমার দাসের বড় ছেলে বিশ্বজিৎ দাস বলেন, প্রতিদিনের ন্যায়
শনিবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রোববার (১৮ মে) সকালে দোকানে
এসে দেখি কলাপসিবল গেটের তালা ভাঙা। পরে দোকানে প্রবেশ করে দেখি সব
জিনিসপত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। দোকানের সিসি ক্যামেরাও নষ্ট
করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ
সম্পাদক মিজানুর রহমান রহমান বাবুল বলেন, চুরির ঘটনাটি দুঃখজনক। চোরদের
শনাক্ত করতে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
ফরিদগঞ্জ
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ঘটনার
সত্যতা নিশ্চিত হওয়া গেছে এবং তদন্ত চলমান। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।