জুলাই আন্দোলনকেন্দ্রিক বাড্ডা
থানায় দায়ের করা আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল
হককে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (১৮ মে)
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। এর আগে
মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে রাখার আবেদন করেন। পরে আদালত সেটি
মঞ্জুর করেন।
গত ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় আনিসুল হককে সদরঘাট থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার
সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আন্দোলনে অংশ
নেন আব্দুল জব্বার সুমন। ওইদিন সন্ধ্যায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে
হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত
ঘোষণা করে। এ ঘটনায় গত ১৯ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন নিহতের মা।