বৃহস্পতিবার ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউসহ ১৮ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:৪২ এএম |


কারিগরি শিক্ষার মানোন্নয়নে দেশব্যাপী একযোগে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে গুরুত্বপূর্ণ রদবদল এনেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে ১৮ জন শিক্ষক ও কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি, পদায়ন কিংবা অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
রোববার (১৮ মে) উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের স্বাক্ষর করা প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, খুলনা, পাবনা, নওগাঁসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে এই রদবদল কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. লুৎফর রহমানকে বদলি করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসাকে নিয়োগ দেওয়া হয়েছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ অনিমেশ পাল পদায়ন পেয়েছেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে মো. আবুল কালাম আজাদকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করা হয়েছে।
এছাড়া উপাধ্যক্ষদের মধ্য থেকে কয়েকজনকে ‘আয়ন ব্যয়ন ক্ষমতাসহ অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব’ দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর, কুমিল্লা, কক্সবাজার, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিষ্ঠান পরিবর্তন ছাড়াও তাদের নতুন দায়িত্বের আওতায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, মো. কেপায়েত উল্লাহকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে পাঠানো হয়েছে। একইসঙ্গে মো. নূরুল ইসলাম ও মো. মনিরুল হক যথাক্রমে উপসচিব (প্রশাসন) ও উপসচিব (রেজিস্ট্রেশন) হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সামসুল আলম ও শেখ মুস্তাফিজুর রহমানসহ আরও কয়েকজন উপাধ্যক্ষকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের অনুলিপি আকারে পাঠানো হয়েছে এবং গেজেটে প্রকাশের জন্য বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসেও পাঠানো হয়েছে।













সর্বশেষ সংবাদ
নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত
তালপুকুর পাড়ের সেতু গ্রেপ্তার
ভবনের গার্ডরুমে মিললো পিস্তল গুলি বিএনপি নেতার ভাতিজা পলাতক
কুমিল্লায় করলা চাষে হাসি ফুটেছেকৃষকদের মুখে
চৌদ্দগ্রামে কোরবানির জন্য প্রস্তুত ১২ হাজার পশু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় গার্ডরুমে লুকানো ৭.৬৫ ক্যালিবারের পিস্তল উদ্ধার, বিএনপি নেতার ভাতিজা জড়িত থাকার অভিযোগ
ভবনের গার্ডরুমে মিললো পিস্তল গুলি বিএনপি নেতার ভাতিজা পলাতক
কুমিল্লা সীমান্তে ৮৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ করেছে বিজিবি
তালপুকুর পাড়ের সেতু গ্রেপ্তার
বৃষ্টিভেজা উৎসব মেধাবীদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২