১৭
মে শনিবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গয়াম বাগিচা বউ বাজারে হযরত
সুমাইয়া মহিলা মাদ্রাসায় সুমাইয়া হজ্ব কাফেলা এর হজ্ব ও উমরা প্রশিক্ষন
২০২৫ অনুষ্ঠিত হয়।
সুমাইয়া হজ্ব কাফেলা এর চেয়ারম্যান হযরত মাওলানা মোঃ
ইব্রাহীম সিরাজী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেব বক্তব্য রাখেন
আল আরাফ ওভারসিস এর স্বত্ত্বাধিকারী মুফতি মোঃ জাকারিয়া। তিনি হাজীদের
উদ্যেশে হজ্ব ও উমরা পালানের বিভিন্ন নিয়ম কানুন করনীয় বর্জনিয় বিষয় সমূহ
তুলে ধরেন।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন
কুমিল্লা'র সাবেক সুপারভাইজার আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, ইসলাহুল নিসা
মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা নজির আহমাদ আন
নাছিরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমজাদিয়া জামে মসজিদের খতিব
মাওলানা মোঃ সোলাইমান, বিসমিল্লাহ হজ্ব কাফেলা'র চেয়ারম্যান মাওলানা মোঃ
মাহফুজুর রহমান, হযরত সুমাইয়া মহিলা মাদ্রাসায় এর নায়েবে মোহতামিম মাওলানা
মোঃ ইসমাইল, এম.আর.বি হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা মোঃ বেলাল হোসাইন,
হযরত সুমাইয়া মহিলা মাদ্রাসায় এর শিক্ষক মাওলানা যোবায়ের প্রমুখ। অনুষ্ঠানে
কুমিল্লার মোয়ালিবৃন্দ উপস্থিত ছিলেন।