বৃহস্পতিবার
সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর উচ্চ
বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হল রুমে
অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক কামরুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ বাহালুল কবির।
অনুষ্ঠানে
বক্তব্য রাখেন অভিভাবক কমিটির পক্ষ থেকে কমিটির সদস্য মোঃ আবুল বাশার,
মোঃ শাহ আলম মিয়াজী, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ
রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, মেঃ মফিজুল ইসলাম, মোঃ
ইউসুফ আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক যথাক্রমে এবিএম
কামরুজ্জামান, খায়রুন্নাহার, হোসনেয়ারা আক্তার, তফুরের নেছা, জনি কুমার
সাহা, আলেয়া বেগম, মাহমুদা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা শিক্ষা
কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান শিক্ষার্থীদের ও শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন
শিক্ষার্থীদের কে ক্লাশ মুখী হতে হবে। তাদের কে প্রতিদিনের শ্রেণির পাঠ
শিক্ষক গণ আদায় করতে হবে। শিক্ষার্থীদের কে পাঠে মনোযোগী হতে হবে। একজন
ভালো ছাত্র গড়ে তুলতে হলে ভাল শিক্ষক প্রয়োজন। অপরদিকে তিনি আরও বলেন,
শিক্ষার্থীদের কে মোবাইল আসক্তি থেকে সরাতে হবে। ভাল ফলাফল এবং জীবনে
উন্নতি করতে হলে শিক্ষার্থীদের কে মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে হবে। এর
জন্য প্রয়োজন শিক্ষক এবং অভিভাবক গণ নিয়মিত তাদের কে কেয়ার করতে হবে।