সোমবার ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২
কুমিল্লায় জুলাই ঐক্যমঞ্চের অবস্থান কর্মসূচী পালন
শাহীন আলম
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ১:৩২ এএম আপডেট: ১১.০৫.২০২৫ ১:৪২ এএম |




 কুমিল্লায় জুলাই ঐক্যমঞ্চের অবস্থান কর্মসূচী পালনআওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় গণজমায়েত ও অবস্থান কর্মসূচী পালন করেছে জুলাই ঐক্যমঞ্চ। শনিবার (১০ মে) বিকাল ৫টায় পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী ঢাকার সাথে একাত্মতা পোষণ করে কুমিল্লার পূবালী চত্ত্বরে গণ জমায়েত ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। এসময় আওয়ামীলীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে পড়ে কান্দিরপাড়ের পূবালী চত্ত্বর। 
গণজমায়েতে জুলাই ঐক্যমঞ্চ ব্যানারে অংশ গ্রহন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিশ, ছাত্রশিবির, ইসলামী ছাত্রআন্দোলন ও যুব আন্দোলনসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। 
বিকাল ৫টার থেকে পূবালী চত্ত্বরে আওয়ামীলীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভ শুর করে উপস্থিত নেতা কর্মীরা। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোসলেহ উদ্দিন বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। জুলাই আন্দোলনের পর নয় মাস পার হলেও এখনো পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠনকে  নিষিদ্ধ না করায় জনগণ আজ ফুঁসে উঠেছে। আওয়ামীলীগকে নিষিদ্ধ করেই আমরা ঘরে ফিরব। না হলে সড়কপথ, রেলপথ ও নৌপথ বন্ধ করে দেওয়া হবে। বক্তারা ড.ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনি আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে বিভিন্ন দলের সঙ্গে আলাপ করতে চান, আপনাকে কিন্তু কোন দল ক্ষমতায় বসায়নি। এই ছাত্রজনতার জীবনের বিনিময়ে আপনি ক্ষমতায় বসেছেন সুতরাং আগে তাদের সঙ্গে আগে বসতে হবে। তারা কি চায় জানতে হবে। ছাত্রজনতার একটাই দাবি, এই খুনি-সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগ নিষিদ্ধ করে বাংলার জমিনে তাদের বিচার করতেই হবে। 
সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোসলেহ উদ্দিন , বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কুমিল্লা মহানগর আহবায়ক মো. আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাসান আহমেদ, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লার সভাপতি ইকরামুল হক, এবি পার্টির আহবায়ক জি এম সামদানিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

















সর্বশেষ সংবাদ
৩৭ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস কুমিল্লা
কুমিল্লায় হিট স্ট্রোকে আক্রান্ত ২
বজ্রপাত ও ঝড়ে সারাদেশে ১৪ জনের মৃত্যু
বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল
অধ্যক্ষ আল্লামা আব্দুল মতিন এর স্মরণসভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সিটি কর্পোরেশনের পানিতে হাবুডুবু খাচ্ছে খাদ্যগুদাম
কুমিল্লায় গার্ড অব অনারে মুক্তিযোদ্ধা এড. কিরণময় দত্ত ঝুনুকে শেষ শ্রদ্ধা
দেবিদ্বারে আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২