রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
রাতেই পাকিস্তান ছাড়ছেন রিশাদ-নাহিদরা
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:০৩ এএম |





 রাতেই পাকিস্তান ছাড়ছেন রিশাদ-নাহিদরা

পাকিস্তান সুপার লিগ খেলার কারণে বর্তমানে সেখানে অবস্থান করছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। ভারতের হামলার কারণে নিরাপত্তা শঙ্কা থাকায় পিএসএলের বাকি ম্যাচগুলো নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
নাহিদ রানা এবং রিশাদ হোসেন আজ (৯ মে) রাতে পাকিস্তান থেকে বিশেষ এক ফ্লাইটে দুবাইয়ে যাবেন। এ ছাড়া পিএসএলে অংশ নিতে পাকিস্তানে অবস্থান করা সব বিদেশি ক্রিকেটারও আজ দুবাইতে চলে যাবেন।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ বলেন, ‘আমি পিসিবির সভাপতিকেও মেসেজ পাঠিয়েছি। নিয়মিত তাদের সঙ্গে আমরা যোগাযোগের মধ্যে ছিলাম। আপনারা জানেন সবাইকে একসময় একসঙ্গে করা হয়েছিল, এখানে শুধু আমাদের দেশের ক্রিকেটারই ছিলেন না অনেক বিদেশি ক্রিকেটার ছিল। সম্মিলিত প্রচেষ্টা করছিলেন কিভাবে এটার সমাধান বের করা যায়।'
'সিদ্ধান্ত হয়েছে তারা আজকে চেষ্টা করবে যাতে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নেয়া যায়। পাশাপাশি বোর্ড থেকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’
‘আপনারা জানেন আমাদের দুজন ক্রীড়া সাংবাদিক আছেন। আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি এবং আমি উনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি। যখনই তারা একসাথে যাবেন তাদের দুজনের নাম দুটো যেন উল্লেখ করা হয়। তারা পেশাদার দায়িত্ব পালনে গেছেন এবং ক্রিকেট বোর্ড মনে করেন আমাদের এখানেও একটা দায়িত্ব আছে। আমরা চেষ্টা করছি তাদেরও যেন একসাথে বের করে নিরাপদ কোনো জায়গায় খেলোয়াড়রা যখন যাবে তখন যেন যেতে পারে।’














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ব্রাহ্মণপাড়া শশীদলে বিএনপির মনোনীত ধানের শীর্ষে প্রতীকের এমপি প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত
রাষ্ট্রীয় কোষাগার থেকে ইমাম ও খতিবদের বেতন দেওয়া হবে
আমাকে নির্বাচিত করলে রাষ্ট্রের দেয়া সম্মানী ভাতা মানুষের কল্যাণে ব্যয় করবো-ইয়াছিন আরাফাত
ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন এই মাটি ও মানুষের প্রকৃত নেতা --আরিফুল হক ভূইয়া
দাউদকান্দিতে তারেক রহমানের জনসভার সকল প্রস্ততি সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চাকরিচ্যুত ব্যাংকারের মরদেহ উদ্ধার, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২