কুবি প্রতিনিধি:
কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ১
জুলাই। ভর্তি কার্যক্রম চলবে ১২ থেকে ১৫ মে পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন
বৃহস্পতিবার (৮ মে) রাতে যুগান্তরকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি
বলেন, “বিগত বছরের ন্যায় এবারও ভর্তি কার্যক্রম একই নিয়মে চলবে। ১২ থেকে
১৫ মে পর্যন্ত ভর্তি চলবে এবং ১ জুলাই ক্লাস শুরু হবে। ভর্তি ফি ১৪ হাজার
৬০০ টাকা। এর সঙ্গে ডিন অফিস ও বিভাগ কর্তৃক নির্ধারিত অতিরিক্ত ফি যোগ
হবে। ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইটে দেওয়া আছে। শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে।”
এর
আগে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৫
এপ্রিল ‘বি’ ইউনিটের। বিভাগ নির্বাচন কার্যক্রম চলে ২৫ এপ্রিল থেকে ১ মে
পর্যন্ত।