সৈয়দ মুজিবুর রহমান দুলাল:
কুমিল্লার
মনোহরগঞ্জে ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩২) নামে অস্ত্র ও হত্যা মামলার
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে পুলিশে সোপর্দ্দ
করেছে। আটক হওয়া সাদ্দাম হোসেন উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের
সৈয়দ আহমদের ছেলে।
রবিবার (৪ মে) মনোহরগঞ্জ থানা পুলিশ তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোহরগঞ্জ
থানা সূত্রে জানা গেছে, আগেরদিন শনিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে
সেনাবাহিনীর সদস্যরা উপজেলার লক্ষণপুর বাজার থেকে ইয়াবাসহ সাদ্দামকে আটক
করে। এ সময় তার কাছ থেকে ১৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মনোহরগঞ্জ
থানা পুলিশে সোপর্দ করে। আটককৃত ওই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মনোহরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সূত্র আরো জানায়,
আসামী সাদ্দাম হোসেন অস্ত্র ও হত্যা মামলায় দু'টি ওয়ারেন্টভূক্ত পলাতক
আসামী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও অস্ত্র মামলাসহ
মনোহরগঞ্জ থানায় ৯টি মামলা রয়েছে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ
(ওসি) বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় আসামী সাদ্দামের বিরুদ্ধে থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও তিনি হত্যা ও
অস্ত্র আইনে চলমান দু'টি মামলায় মনোহরগঞ্জ থানার ওয়ারেন্টভূক্ত পলাতক
আসামী।