শনিবার ৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
মনোহরগঞ্জে ওয়ার্ড বিএনপির সম্মেলনে সংঘর্ষেআহত১০
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১:১৪ এএম আপডেট: ০৩.০৫.২০২৫ ১:৫৯ এএম |


  মনোহরগঞ্জে ওয়ার্ড  বিএনপির সম্মেলনে  সংঘর্ষেআহত১০কুমিল্লা প্রতিনিধি ।। 
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নে ৬টি ওয়ার্ড বিএনপির সম্মেলনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ইউনিয়নের কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওইদিন ৪,৫ ও ৬নং ওয়ার্ড সম্মেলন ইউনিয়নের কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ড সম্মেলন মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 
উক্ত কেন্দ্র দু’টিতে সম্মেলন চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতদের মধ্যে মামুনুর রশিদ (৪৮), মোঃ সেলিম (৩৭), ফজলে রাব্বি (১৮) ও হুমায়ুন কবির বাবলু (৪০) কে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 
দু’পক্ষের সংঘর্ষে ৪,৫,৭,৮ ও ৯নং ওয়ার্ডে সম্মেলন স্থগিত করা হয় এবং ৬নং ওয়ার্ডে সভাপতি পদে আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে ইয়াছিন আলী নির্বাচিত হয়েছেন। 
এ ঘটনায় আহত বিএনপি নেতারা বলেন, উৎসমুখর পরিবেশে সম্মেলন চলাকালে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল খায়েরের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা তার বিচার দাবী করছি। 
উপজেলা বিএনপি নেতা ও সম্মেলনের সমন্বয় টিমের সদস্য ইউসুফ ভূঁইয়া বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের সর্বত্র গণতন্ত্র ও ভোটের সংস্কৃতি পুনঃরুদ্ধারে দলীয় সম্মেলনের নির্দেশনা অনুযায়ী লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে এ হামলা ভিত্তিহীন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আগামীদিনে এ ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। 
সম্মেলনে টিম লিডার ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম শওকত হোসেন শিহাব, যুগ্ন আহবায়ক মাসুদুল আলম বাচ্চুসহ বিএনপির নেতৃবৃন্দ। 
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম শওকত হোসেন শিহাব বলেন, সম্মেলনে আওয়ামীলীগের দোসরদের প্রার্থীতা ও তাদের দৌরাত্ম ঠেকাতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি দুঃখজনক। আমরা এটি খতিয়ে দেখছি।

















সর্বশেষ সংবাদ
তাঁতের খাদিকে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি
অন্যায়কারী কোন দলের নয়, তাদের আইনের আওতায় আনুন: হাজী ইয়াছিন
রাজনৈতিক তোষামুদী ছেড়ে মেরুদণ্ড শক্ত রেখে কাজ করার নির্দেশ
ইনভাইট হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড বার্ষিক সাধারণ সভা
মনোহরগঞ্জে ওয়ার্ড বিএনপির সম্মেলনে সংঘর্ষেআহত১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বর যাত্রীর খাবার চুরি : বর ও কনে পক্ষের মধ্যে ''তুলকালাম কাণ্ড''
মহান মে দিবস উপলক্ষে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিকইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
জিআই স্বীকৃতি পেয়েছে কুমিল্লার খাদি
বরুড়ায় আন্তর্জাতিক মে দিবসে বর্নাঢ্য শোভাযাত্রা
কৃষকের ধান কেটে দিলেন কুমিল্লা মহানগর কৃষকদল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২