প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৯:০০ পিএম আপডেট: ০১.০৫.২০২৫ ৯:৩৯ পিএম |

কুমিল্লার বরুড়ায় আন্তর্জাতিক মে দিবসে বর্নাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে বৃহস্পতিবার সকাল নয়টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরুড়া উপজেলার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরুড়া উপজেলা সভাপতি মাষ্টার সফিউল্লাহ কাননের সভাপতিত্বে পৌরসভা সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
শুভেচ্ছা বক্তব্য শেষে বরুড়া সানরাইজ স্কুল মাঠ থেকে উপস্থিত শ্রমিক কর্মী নিয়ে বিশাল একটি শোভাযাত্রা বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বরুড়া মধ্য বাজার জিরো পয়েন্টে মিছিল সমাবেশ করা হয়েছে ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা আমীর মাওলানা শাহাদাত হোসেন, কুমিল্লা মহানগরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী কামারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া পৌরসভা আমীর অধ্যাপক শাহজালাল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মফিজুর রহমান, মাওলানা জাকারিয়া, সেক্রেটারি আবুল কাশেম, পৌর সভার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন চেয়ারম্যান, সেক্রেটারি আনোয়ার হোসেন সহ উপজেলা, ও পৌরসভা,এবং ইউনিয়ন থেকে আগত নানান ধরনের শ্রমিক নেতৃবৃন্দ।