আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি
মডেল থানার ছাঁদ ধসে এক পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৯
টায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
গৌরীপুর চিকিৎসকসেবা দেওয়া হয়।
দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর
(তদন্ত) সামছুল আলম জানান, থানা ভবনের দ্বিতীয় তলায় র্ফোস ব্যারাকে হঠাৎ
ছাদের প্লাস্টার ধসে পড়ে। এসময় ব্যারাকে থাকা পুলিশ সদস্য সজল দাস (৩২) আহত
হয়। বিকট শব্দে অন্যান্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যাওয়া হয়। তার পায়ে কয়েকটি সেলাই লেগেছে।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দাউদকান্দি
মডেল থানা ভবনটি অনেক পুরাতন ও জরাজীর্ণ থাকায় বহু আগ থেকে এটি ঝুঁকিপূর্ণ
হয়ে আছে। এছাড়াও গত ৫ আগস্ট অগ্নিসংযোগে থানাটির ব্যাপক ক্ষতি সাধন হয়।