দাউদকান্দিতে
ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় গৌরীপুর -মতলব সড়কের দাউদকান্দি উপজেলার দৌলতপুর
ইউনিয়নের কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, সকাল আনুমানিক ১০ টায় মতলব থেকে গৌরীপুরগামী একটি মোটরসাইকেল
কবিচন্দ্রদি শেখ বাড়ির সামনে পৌঁছালে বিপরীতগামী দ্রুতগতির একটি ট্রাক
ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের উপর পরে। এসময়
ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আশ্বিনপুর
সরকার বাড়ির বাবু সরকারের ছেলে
মোঃ রায়হান (১৮) মারা যায়। আহত
মোটরসাইকেল চালক মোঃ সায়েম (২০) কে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকায়
প্রেরণ করে। তার বাড়ি মতলব দক্ষিণ থানার আশ্বিনপুর গ্রামে। এদিকে
দূর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী জানান, এবিষয়ে পুলিশ অবগত রয়েছে।