বাংলাদেশ
বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ কুমিল্লা কেন্দ্র পরিদর্শন করেছে।
শুক্রবার (২ মে) বিকালে তিনি লালমাই উপজেলার আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন
করেন।
এ সময় তিনি কেন্দ্রের সার্বিক খোঁজ-খবর নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এ
সময় মহাপরিচালক নিউ মিডিয়ায় সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের দোরগোড়ায়
বেতারকে পৌঁছে দিতে সিটিজেন জার্নালিজমের উপর গুরুত্বারোপ করেন।
তাঁর সফর সঙ্গী হিসেবে আছেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ সৈয়দ জাহিদুল ইসলাম।
আজ শনিবার কেন্দ্রের অডিটরিয়ামে সকাল ১১ টায় মহাপরিচালক, শিল্পী ও কলাকুশলীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে।