শনিবার ৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
সিরিজ খেলতে বাংলাদেশে এলো নিউজিল্যান্ড
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১২:০৭ এএম আপডেট: ০৩.০৫.২০২৫ ১:৫৭ এএম |


 সিরিজ খেলতে বাংলাদেশে এলো নিউজিল্যান্ড

বৃহস্পতিবার মাঝরাতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই সফরে দুই দেশের ‘এ’ দল তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে। সবমিলিয়ে মোট ৫ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসলো ব্ল্যাক ক্যাপসরা। আজ (২ মে) দুপুরেই আরেকটি ফ্লাইটে তাদের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। 
গত ২৮ এপ্রিল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সেই ১৫ জনের ভেতর থেকে জো কায়ার্টকে লাল বলের এবং নিক কেলি করবেন সাদা বলের অধিনায়কত্ব। সফরকারীরা তরুণদের নিয়ে দল সাজালে, বাংলাদেশের স্কোয়াডকে বলা যায় দ্বিতীয় জাতীয় দল! সব অভিজ্ঞ ক্রিকেটারকে সিরিজের জন্য রাখা হয়েছে। বাংলাদেশ ‘এ’ দল গতকালই সিলেটে পৌঁছায়। 
আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। 
নিউজিল্যান্ড ‘এ’ দল : মোহাম্মদ আব্বাস, আদিল অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হ্যাফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জায়ডেন লেনক্স, বেন লিস্টার, রিস মারিউ, ডেল ফিলিপস। 
বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।












সর্বশেষ সংবাদ
তাঁতের খাদিকে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি
অন্যায়কারী কোন দলের নয়, তাদের আইনের আওতায় আনুন: হাজী ইয়াছিন
রাজনৈতিক তোষামুদী ছেড়ে মেরুদণ্ড শক্ত রেখে কাজ করার নির্দেশ
ইনভাইট হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড বার্ষিক সাধারণ সভা
মনোহরগঞ্জে ওয়ার্ড বিএনপির সম্মেলনে সংঘর্ষেআহত১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বর যাত্রীর খাবার চুরি : বর ও কনে পক্ষের মধ্যে ''তুলকালাম কাণ্ড''
বরুড়ায় আন্তর্জাতিক মে দিবসে বর্নাঢ্য শোভাযাত্রা
জিআই স্বীকৃতি পেয়েছে কুমিল্লার খাদি
মহান মে দিবস উপলক্ষে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিকইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কুমিল্লা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২