চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্তরক্ষী বিজিবি অভিযান চালিয়ে ভারত
থেকে পাচার করে আনার সময় ১৬ কেজি গাঁজা আটক করেছে। মাদক চোরাকারবারি আলেয়া
বেগম মাদক আটকে ক্ষীপ্ত হয়ে সহযোগীদের মাধ্যমে মসজিদের মাইকে ডাকাত ডাকাত
ঘোষণা দিয়ে বিজিবির উপর হামলার চেষ্টা চালায়। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের
সালুকিয়া এলাকায় ভারত সীমান্ত পিলার ২১০৬/৪-এর নিকটবর্তী স্থানে এ ঘটনা
ঘটে। বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা বিজিবি ১০
ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা
গেছে, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ ঘটিকায় আমানগন্ডা ফাঁড়ি বিজিবির একটি
বিশেষ টহল দল সীমান্ত পিলার ২১০৬/৪- এস নিকট বাংলাদেশের অভ্যন্তরে
চোরাচালানী মালামাল আটকের জন্য শালুকিয়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে। এমন
সময় ৫/৬ জন চোরাকারবারী বিজিবি টহল দলের অগোচরে গাঁজা নিয়ে বাংলাদেশের
অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবির তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারিরা মালামাল
রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থান থেকে বিজিবি ১৬ কেজি
গাঁজা উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিজিবি টহল দল কর্তৃক
এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারী মোছাঃ আলেয়া বেগমের চোরাচালানকৃত মাদক আটক
করায় স্থানীয় জনসাধারণকে বিভ্রান্ত করেই বিজিবি সদস্যদের উপর আক্রমণের
জন্য সহযোগীদের দিয়ে মসজিদে ‘ডাকাত ডাকাত’ বলে মাইকিং করায় এবং মাদক
বহনকারীদের পালিয়ে যেতে সাহায্য করে। এক পর্যায়ে চোরাচাকারবারিরা
গ্রামবাসীদের জড়ো করিয়ে বিজিবি টহল দলের উপর আক্রমণ করার চেষ্টা করে।
তাৎক্ষণিক পার্শ্ববর্তী বিওপি থেকে বিজিবির দুইটি টহল দল সালুকিয়া পৌঁছলে
পরিস্থিতি শান্ত হয়।
বৃহস্পতিবার রাতে কুমিল্লা-১০ ব্যাটেলিয়ান বিজিবির
অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ সাংবাদিকদের জানান, ‘বিজিবি টহল দলকে
ডাকাত বলে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করা এবং বিজিবির কাজে বাধা দেয়ায়
মাদক চোরাকারবারী মোছাঃ আলেয়া বেগম এবং মাদক চোরাচালানী কাজে জড়িত
ব্যক্তিদের অভিযুক্ত করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।