কুমিল্লার
চান্দিনায় একসাথে ১২ হাজার ইটবহনকারী ট্রাকের ভারে ভেঙে গেছে সড়কের
কালভার্ট। ভাঙ্গা কালভার্টে ইটবাহী ওই ট্রাক আটকে সৃষ্ট যানজটে ভোগান্তিতে
পড়ে হাজারও যাত্রী। ওই দুর্ঘটনায় বিপাকে পড়ে দেড় শতাধিক পরীক্ষার্থী।
মঙ্গলবার
(১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের
জিরুআইশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়কের মাঝে কালভার্ট ভেঙ্গে ট্রাক
আটকে পড়ায় ওই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুই পাশে বাস, ট্রাক, সিএনজি
অটোরিক্সা, ইজিবাইকসহ শতশত যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকে তীব্র যানজটের
সৃষ্টি হয়। সকাল ৯টায় চান্দিনার গল্লাই আবেদানূর কমপ্লেক্সের ২টি
প্রতিষ্ঠানের দেড় শতাধিক এসএসসি শিক্ষার্থী মহিচাইল পরীক্ষা কেন্দ্রে আসার
পথে ওই যানজটের কবলে পড়ে। ৩ কিলোমিটারের বেশি পথ কেউ পায়ে হেঁটে আবার কেউবা
রিক্সায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার
মাধাইয়া-রহিমানগর সড়কের জিরুআইশ বাজার এলাকার ওই কালভার্টটি দীর্ঘদিন ধরে
জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। মঙ্গলবার সকালে নবাবপুরমুখী একটি ট্রাক ১২ হাজার
ইট নিয়ে কালভার্টটি অতিক্রম করার সময় কালভার্ট ভেঙ্গে পিছনের চাকা পড়ে
যায়। এসময় দুই পাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
একাধিক পরীক্ষার্থী
জানায়, আমাদের গল্লাই কমপ্লেক্সের দুটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা
কেন্দ্রে যাওয়ার সময় জিরুআইশ এসে বাস আটকে যাই। দূর্ঘনাস্থল থেকে তিন
কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা কেউ হেঁটে আবার কেন
অটোরিকশায় যাচ্ছে। আমরা কেউ পৌঁনে ১০টায় আবার কেউবা ১০টার পর পরীক্ষা
কেন্দ্রে পৌঁছি। আজ (মঙ্গলবার) ইংরেজী পরীক্ষা থাকায় আমরা মানসিক ভাবে
যথেষ্ট বিপর্যস্থ হই।
যাত্রীরা জানায়- প্রতিদিনই প্রায় এই সড়কে ঘটছে
ছোট-বড় দূর্ঘটনা। কারণ হিসাবে তারা বলেন, পুরো সড়ক জুড়ে ছোট-বড় গর্ত সৃষ্টি
হয়েছে। বৃষ্টি হলেই এ সড়কে যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়বে। দ্রুত এ সড়কের
মেরামত কাজ ও কালভার্ট পুনঃনির্মাণ না হলে চান্দিনা দক্ষিণ অঞ্চলের মানুষের
সাথে যোগাযোগ বন্ধ হয়ে পড়বে।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম
জানান- কিছুদিন আগে কালভার্টের উপর বালুবাহী ড্রাম ট্রাক হাইড্রোলিকে আনলোড
করার সময় হাইড্রোলিক পেশারে কালভার্টটি ভেঙ্গে যায়। আমরা উপজেলা পরিষদ
থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে কালভার্টটি সংস্কার করতে স্থানীয় ইউপি
সদস্যকে দায়িত্ব দেই। কিন্তু স্থানীয় ইউপি সদস্য গড়িমসি করায় ভাঙ্গা স্থানে
আবার ইটবাহী ট্রাক আটকে যায়। আমরা দ্রুত ওই কালভার্টটি সংস্কার করতে
ব্যবস্থা গ্রহণ করছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন
জানান- কালভার্ট ভেঙে ট্রাক পরার বিষয়টি শুনে উপজেলা প্রকৌশল দপ্তর থেকে
দ্রুত যানচলাচলের উপযোগি করা হয়েছে। ভেঙ্গে যাওয়া কালভার্টটি দ্রুত
পুনঃনির্মাণ করা হবে।