ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি: বর্বর ইসরাইলি বাহিনীর ফিলিস্তিনের গাজায় অবিরাম গণহত্যার
প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের
আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা নাগরিক ফোরামের
সভাপরি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ
সম্পাদক রতিন কান্তি দত্ত, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, জেলা সচেতন
নাগরিক কমিটির (সনাক) সভাপতি এডভোকেট আবদুন নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব
আব্দুল মান্নান সরকার, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন
সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবরুদ্ধ ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি
বাহীনি প্রতিদিন একের পর এক নৃসংশ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা
নির্বিচারে মুসলিম নিধনে মেতে উঠেছে যা মানবতা বিরোধী একটি জঘন্য কাজ। অথচ
জাতিসংঘসহ মুসলিম রাষ্ট্রগুলো নিরব ভূমিকায় রয়েছে। বক্তারা মানবতা বিরোধী
এই অপরাধ বন্ধে মুসলিম রাষ্ট্র গুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলার
পাশাপাশি মানবতা রক্ষায় জাতিসংঘ সহ বিবেকবান বিশ^ সমাজকে দ্রুত পদক্ষেপ
নেওয়া দাবী জানান।