ফিলিস্তিনে
ইসরাইলের নিঃশংস হত্যা ও বর্বোচিত হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম
বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মনোহরগঞ্জ স্কুলে এন্ড কলেজের সামনের সড়কে
মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ
মনোহরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহাম্মদ উল্লাহ, যুগ্ম সাধারণ
সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল কাদের সরসপুরী,অর্থ সম্পাদক
মাওলানা শরীফ উদ্দিন,দপ্তর সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ ফরাজী,পচার সম্পাদক
মাওলানা মনজুরুল করিম,বাইশগাঁও ইউনিয়ন দায়িত্বশীল মাওলানা নাসির
উদ্দিন,খিলা ইউনিয়ন সহসভাপতি মাওলানা মঅনজুরুল কাদের, মৈশাতুয়া ইউনিয়ন
সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, লক্ষণপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শামসুল
ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ, দায়িত্বশীল হাফেজ মোঃ ইয়াসিন,
মাওলানা আজিম উদ্দিন, দোয়া মোনাজাত পরিচালনা করলেন হেফাজত ইসলাম বাংলাদেশ
মনোহরগঞ্জ শাখার উপদেষ্টা সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ।
এ সময় বক্তারা বলেন পণ্যসহ ইসরাইলি সকল পণ্য বয়কট করার ব্যাপারে আহ্বান জানানো হয়।
বাংলাদেশ
সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস এর মাধ্যমে জাতিসংঘের মহাসচিব বরাবর
ফিলিস্তিনসহ বিশ্বের মুসলমানদের শান্তিরক্ষায় আবেদন এবং ভারতের মুসলমানদের
উপর হামলার নিন্দা জানানো হয়।
এ সময় বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের
মুসলমানদের আর্থিক সহযোগিতার জন্য মনোহরগঞ্জ উপজেলা একটি আর্থিক কমিটি গঠন
এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে এবং এই অর্থ আদায়ের পর পাকিস্তানের
জাস্টিস আল্লামা তকী ওসমানীর মাধ্যমে হামাসের বরাবর পাঠানো হবে।
সর্বস্তরের জনগণকে ফিলিস্তিনের জন্য অর্থ সহায়তা করার জন্য আহ্বান করেন।