কুমিল্লার
দেবিদ্বারে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অজ্ঞাত পরিচয় নারীর ক্ষতবিক্ষত মরদেহ
উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায়
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইউসুফপুর ব্রিজের নিচের বিল থেকে
ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় দেবিদ্বার থানা পুলিশ। রাত ৮টায়
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
দেবিদ্বার
থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, “বৃহস্পতিবার
দুপুর ১২টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ আমাদের খবর দেয়। উদ্ধার করা
অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ থানায় রাখা হয়েছে। তাকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা
হত্যা করে হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় হাইওয়ে সড়কের ব্রিজের ওপর থেকে
বিলে ফেলে দিয়ে যায়। মরদেহের হাতে-পায়ে, মুখে, মাথায় রক্তাক্ত ও আঘাতের
চিহ্ন ছিল। ধারনা করা হচ্ছে বুধবার ওই নারীকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে
হত্যা করা হয়েছে।পরে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায়
হাইওয়ে সড়কের সেতুর ওপর থেকে বিলে ফেলে দিয়ে যায়।
ওসি শামসুদ্দিন
মোহাম্মদ ইলিয়াছ আরও বলেন, উদ্ধারকৃত মৃত নারীর বয়স ৩৫ থেকে ৪০ হবে।
মরদেহের হাতে-পায়ে, মুখে, মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন ছিল। নারীর পরিচয়
শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ওসি।