বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১
ভর্তি পরীক্ষায় জিপিএ'র নম্বর কমানো ও কোটা সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান
কুবি প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৬ এএম |



  ভর্তি পরীক্ষায় জিপিএ'র নম্বর কমানো ও কোটা সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষার আবেদনে জিপিএ'র ওপর নম্বর কমানো এবং পোষ্য কোটা সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি দল।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়– ভর্তি পরীক্ষায় জিপিএ'র ওপর নম্বর ৫০ রাখা হয়েছে যা কমিয়ে ২০ এ আনা প্রয়োজন এবং বিজ্ঞান বিভাগে আবেদনের যোগ্যতা ৮.০০ থেকে কমিয়ে ৭.০০ করা প্রয়োজন। 
এছাড়া, কোটার সিট প্রতিবছর ফাঁকা থাকে তাই মোট সিটের সাথে তা একিভূত করা, এক বিভাগে পোষ্য কোটায় একটি সিট রাখা এবং তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোটা রাখার বিষয় উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী মোঃ হান্নান রাহিম বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদনে জিপিএ এর জন্য ৫০ নম্বর রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থী এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০ নাম্বার নিয়ে আসার জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে, সাথে সাথে স্মারকলিপিতে কোটাকে মূল সিটের সাথে একিভূত করা, তৃতীয় লিঙ্গ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা কোটা সিস্টেম রাখা এবং পোষ্য কোটার সংস্কারের দাবি জানানো হয়। আর কোটার সিট খালি থাকার সাপেক্ষে অ-কোটাধারীদেরকে এই কোটার সিটের জন্য মূল্যায়নে নিয়ে আসা কথাও বলা হয়েছে।'
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'আমরা শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গুচ্ছ থেকে বের হয়ে আসি। তাদের দাবির প্রেক্ষিতে আমরা গুচ্ছ থেকে বের হই। জিপিএ মার্ক বেশি থাকলে তো ভালো শিক্ষার্থীরাই আসবে। স্মারকলিপিতে কোটার ব্যাপার উল্লেখ আছে এটা আমরা ভেবে দেখবো।'












সর্বশেষ সংবাদ
চান্দিনায় এনজিও'র পুরুষ কর্মীকে আটকে রেখে নারী কর্মীকে যৌন নির্যাতন
জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন-ডা. তাহের
দাউদকান্দিতে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ধর্ষণের ঘটনা ফেসবুকে শেয়ার করায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
মেঘনার বাজার গুলোতে মুরগী ড্রেসিংয়ে অতিরিক্ত চার্জ, ভোক্তাদের অভিযোগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবরেজিস্ট্রি অফিসে চলছে তদন্ত
অর্থ আত্মসাৎ মামলায় কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
লাকসামে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-৫
কুমিল্লা মানবিক টিম এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২