স্কুল নিয়ে স্থানীয়দের মাঝে বিরোধের জের ধরে কুমিল্লার মনোহরগঞ্জের খিলা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমেদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে ও এর বিচার দাবিতে মাববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্কুলের শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি) স্কুল ক্যাম্পাসের সামনে প্রতিবাদ ও স্কুলের সামনের সড়কে মানববন্ধন করে এ ঘটনার বিচার দাবি করে শিক্ষার্থীরা।
এর আগে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্কুলের অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক মুনির আহমেদের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠে স্থানীয় মোজাম্মেল হক মন্টু (৫২) ও রেজাউল করিমসহ (২০) অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।
প্রধান শিক্ষক মুনির হোসেন জানান, বেশ কিছুদিন ধরে আমাদের স্কুলটি নিয়ে স্থানীয়দের মাঝে বিরোধ চলে আসছে। গত ১৪ জানুয়ারি স্কুল কমিটির সভাপতি প্রার্থী হিসেবে ইউএনওর কাছে মন্টুর নাম কেন প্রস্তাব করা হচ্ছে নাÑ এজন্য ক্ষিপ্ত হয়ে স্কুলের অফিস কক্ষে জরুরী সভা চলাকালে মন্টু ও রেজাউলসহ কয়েকজন স্কুলের ভিতরে প্রবেশ করে আমার উপর আক্রমণ করে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে এ ঘটনার ফুটেজ যেন প্রকাশ করতে না পারে সেজন্য সিসি ক্যামেরা ও মিশিনারিজ নষ্ট করে ফেলে। 