শনিবার ১ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২
মনোহরগঞ্জে শিক্ষকের সাথে অশোভন আচরণের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৩২ পিএম |

মনোহরগঞ্জে শিক্ষকের সাথে অশোভন আচরণের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনস্কুল নিয়ে স্থানীয়দের মাঝে বিরোধের জের ধরে কুমিল্লার মনোহরগঞ্জের খিলা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমেদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে ও এর বিচার দাবিতে মাববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্কুলের শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি) স্কুল ক্যাম্পাসের সামনে প্রতিবাদ ও স্কুলের সামনের সড়কে মানববন্ধন করে এ ঘটনার বিচার দাবি করে শিক্ষার্থীরা।
এর আগে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্কুলের অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক মুনির আহমেদের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠে স্থানীয় মোজাম্মেল হক মন্টু (৫২) ও রেজাউল করিমসহ (২০) অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।


মনোহরগঞ্জে শিক্ষকের সাথে অশোভন আচরণের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনপ্রধান শিক্ষক মুনির হোসেন জানান, বেশ কিছুদিন ধরে আমাদের স্কুলটি নিয়ে স্থানীয়দের মাঝে বিরোধ চলে আসছে। গত ১৪ জানুয়ারি স্কুল কমিটির সভাপতি প্রার্থী হিসেবে ইউএনওর কাছে মন্টুর নাম কেন প্রস্তাব করা হচ্ছে নাÑ এজন্য ক্ষিপ্ত হয়ে স্কুলের অফিস কক্ষে জরুরী সভা চলাকালে মন্টু ও রেজাউলসহ কয়েকজন স্কুলের ভিতরে প্রবেশ করে আমার উপর আক্রমণ করে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে এ ঘটনার ফুটেজ যেন প্রকাশ করতে না পারে সেজন্য সিসি ক্যামেরা ও মিশিনারিজ নষ্ট করে ফেলে। 
এ ঘটনার পর মুনির হোসেন উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ক্রমে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মনোহরঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, প্রধান শিক্ষকের সাথে অশোভন আচরণের অভিযোগ পেয়েছি। থানায়ও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী
মনোহরগঞ্জে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড. রশিদ হোসাইনীর লিফলেট বিতরণ
সংস্কার প্রস্তাব না মানা নতুন রাজনৈতিক সংকটের অপপ্রয়াস
কুমিল্লায় ঝটিকা মিছিলের পরআ.লীগ ছাত্রলীগযুবলীগের ১২ নেতা-কর্মী আটক
কুমিল্লা সীমান্তে ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-শাল জব্দ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী আটক
আদা চাষে সফল কুমিল্লার সামছুল হক মজুমদার
কুমিল্লায় ঝটিকা মিছিলের পরআ.লীগ ছাত্রলীগযুবলীগের ১২ নেতা-কর্মী আটক
দফায় দফায় পিটিয়ে,ড্রিল মেশিন দিয়ে নির্যাতন শেষে হাসপাতালে যেতেও বাঁধা
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২