শুক্রবার ৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু কন্যাসহ মায়ের বিষপানে আত্মহত্যা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৩ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গতকাল বুধভার ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু কন্যাসহ এক মা বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তবে কি কারণে তারা বিষপান করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি।
মৃতরা হলেন, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডে ডেইলি বেসিকের কর্মচারী আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) তার দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)। 
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে এক নারীকে আনা হয় বিষ খাওয়া অবস্থায়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর দুই কন্যা শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর তাদের মাও মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। 
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারীরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সাথে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যুর নিশ্চিত হওয়ার পর স্বামী সহ তার স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান। 
হাসপাতালে আসা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মামুনুর রশীদ জানান, ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। তারা বিষপান করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।













সর্বশেষ সংবাদ
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪০ কোটি টাকা ব্যয়ে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আধুনিক ডিসি পার্ক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
কুমিল্লায় আন্তর্জাতিক ফ্লাইট থেকে আয় হলেও চালু হচ্ছে না অভ্যন্তরীণ রুট
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২