শুক্রবার ৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
মনোহরগঞ্জে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১২ এএম |


   মনোহরগঞ্জে  র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ
কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্ত সাড়ে সাতশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-১১। উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর, নাথেরপেটুয়া ও বাতাচৌঁ এবং খিলা ইউনিয়নের ভরনিখন্ড, লক্ষণপুর ইউনিয়নের গাজিয়াপাড়া গ্রামে বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন, র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা'র কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।
শুক্রবার উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর, নাথেরপেটুয়া ও বাতাচৌঁ গ্রামে এবং গত বুধবার উপজেলার খিলা ইউনিয়নের ভরনিখন্ড ও লক্ষণপুর ইউনিয়নের গাজিয়াপাড়া গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন র‌্যাব কর্মকর্তাবৃন্দ। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আটা, তেল, আলু, সাবান, চিড়ি, গুঁড়, বিস্কুট, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, লুঙ্গি, কাপড় ও গামছা। ত্রাণ সামগ্রি বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা'র এডিশনাল এসপি দীপক চন্দ্র মজুমদার, ডিএডি ছালিক আহমেদসহ র‌্যাব কর্মকর্তাবৃন্দ।র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা'র কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি র‌্যাব বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আমরা বন্যাদুর্গত এলাকায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। 
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কুমিল্লা জেলার মনোরগঞ্জসহ বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় ডুবে গেছে মনোহরগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বন্যাদুর্গত এলাকায়আমাদের এ ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমরা বন্যার্তদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।












সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুলপরিমাণ মাদকসহ আটক ৪
কুমিল্লায় বিশ্বকবির জন্মবার্ষিকী পালিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪০ কোটি টাকা ব্যয়ে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আধুনিক ডিসি পার্ক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
কুমিল্লায় আন্তর্জাতিক ফ্লাইট থেকে আয় হলেও চালু হচ্ছে না অভ্যন্তরীণ রুট
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২