সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১
মনোহরগঞ্জে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১২ এএম |


   মনোহরগঞ্জে  র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ
কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্ত সাড়ে সাতশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-১১। উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর, নাথেরপেটুয়া ও বাতাচৌঁ এবং খিলা ইউনিয়নের ভরনিখন্ড, লক্ষণপুর ইউনিয়নের গাজিয়াপাড়া গ্রামে বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন, র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা'র কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।
শুক্রবার উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর, নাথেরপেটুয়া ও বাতাচৌঁ গ্রামে এবং গত বুধবার উপজেলার খিলা ইউনিয়নের ভরনিখন্ড ও লক্ষণপুর ইউনিয়নের গাজিয়াপাড়া গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন র‌্যাব কর্মকর্তাবৃন্দ। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আটা, তেল, আলু, সাবান, চিড়ি, গুঁড়, বিস্কুট, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, লুঙ্গি, কাপড় ও গামছা। ত্রাণ সামগ্রি বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা'র এডিশনাল এসপি দীপক চন্দ্র মজুমদার, ডিএডি ছালিক আহমেদসহ র‌্যাব কর্মকর্তাবৃন্দ।র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা'র কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি র‌্যাব বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আমরা বন্যাদুর্গত এলাকায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। 
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কুমিল্লা জেলার মনোরগঞ্জসহ বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় ডুবে গেছে মনোহরগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বন্যাদুর্গত এলাকায়আমাদের এ ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমরা বন্যার্তদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।












সর্বশেষ সংবাদ
মহাসড়কের কুমিল্লা রিজিয়নে থাকবে ৮ শতাধিক পুলিশ
কোন অবস্থাতেই অপকর্ম মেনে নেওয়া হবে না: হাজী ইয়াছিন
সাগরে নৌকাডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
দল গোছাতে ঐক্যের বিকল্প নেই: জাকারিয়া সুমন
কুমিল্লায়খাদ্য সংকটে ভোগছে ১৫ হাজার এতিম শিশু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিসেম্বর পর্যন্ত ধৈর্য্য ধরার আহবান কায়কোবাদের
কুমিল্লায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ধর্ষণে অন্ত:স্বত্ত্বা গৃহবধূ শ্বশুড় আটক
কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ঈদযাত্রায় ৮ কিলোমিটারে ভোগান্তির শঙ্কা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২