ফ্রান্সে কুমিল্লার কাগজ সম্পাদককে সংবর্ধনা
|
কুমিল্লার জনপ্রিয় পত্রিকা দৈনিক কুমিল্লার সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আবুল কাশেম হৃদয়কে ফ্রান্সের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাংবাদিক হৃদয়ের ফ্রান্স আগমন উপলক্ষে বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির সভাপতি বিল্লাল হোসেন জামাল। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষক মোঃ আবদুল কাইয়ুম সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির উপদেষ্টা ওবায়দুল্লাহ সাহেব, কুমিল্লা মহানগর এসোসিয়েশনের সভাপতি দুলাল হোসেন, অধ্যাপক অপু আলম, হাবিব খান, যুবনেতা লায়েক আহমেদ তালুকদার, মিলন মজুমদার, মিন্টু ভাই, বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ। |