মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
২৬ ভাদ্র ১৪৩১
আট মাসে ডেঙ্গুতে মৃত্যু ৭৮
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৬ এএম |


গত প্রায় আট মাসে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ জন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৭৮ জন।  প্রতি ২৪ ঘণ্টায় গড়ে রোগী ভর্তি হয়েছেন ৩১৯ জন।
আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন এক হাজার ৯৫ জন এবং গত ২৫ আগস্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন এক হাজার ১০৫ জন। দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৬ দশমিক ৯০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৭৯ জন।
সোমবার (২ সেপ্টেম্বর) যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে চলতি বছরের ১ জানুয়ারিতে থেকে ২৫ আগস্ট পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু রোগ ইতোমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আগামী দিনে এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রোগটি ভয়াবহ প্রাদুর্ভাব এবং দ্রুত সংক্রমণের সম্ভাবনা বিবেচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের মন্ত্রণালয় ও সংস্থার প্রতিরোধে একযোগে কাজ করছে।
ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদনে জানানো হয়, ঢাকা মহানগরে নতুন রোগী ভর্তি আছেন ১২৭ জন, মৃতের সংখ্যা ৫৬ জন, ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৩ হাজার ৯৮৭ জন। বর্তমানে (২৫ আগস্ট পর্যন্ত) ভর্তি রয়েছে ৬৭২ জন।
মহানগর ছাড়া ঢাকা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ১৯ জন, ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৮৭৮ জন, ২৫ আগস্ট ভর্তি হয় ৫৮ জন।
ময়মনসিংহ বিভাগের ২৪ ঘণ্টায় ভর্তি ৭ জন, ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ১৯৪ জন।
চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ৬৮ জন, গত ৮ মাসে মারা গেছে ১০ জন, ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩ জন।
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয় ৫৩ জন, মারা গেছে ২ জন, ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৫৭৭ জন এবং রোগী ভর্তি ছিল ৯০ জন।
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয় ৫ জন, ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৪৬ জন এবং রোগী ভর্তি ছিল ৫ জন। ওই সময় কেউ মারা যায়নি।
রংপুর বিভাগে নতুন রোগী ভর্তি হয় ৩ জন, ছাড়্পত্র পাওয়া রোগীর সংখ্যা ৪৬ জন, রোগী ভর্তি ছিল ৫ জন। এ বিভাগে ওই সময় কেউ মারা যায়নি।
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয় ৩৭ জন, মারা গেছে ১০ জন, ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ১ হাজার ২১০ জন, ওই সময় ভর্তি ছিল ৯৩ জন।  
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনও রোগী ভর্তি হয়নি। তবে আগে ভর্তি রোগী ছাড়পত্র নিয়েছেন ১১ জন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডেঙ্গু পরিস্থিতি মনিটরিংয়ের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘প্রধান উপদেষ্টার দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল’ অন্যান্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে।
ডেঙ্গু রোগ সম্পর্কে গণসচেতনতা বাড়ানো যেতে পারে, প্রত্যন্ত অঞ্চলে জনসচেতনতা আরও বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পোস্টার, মাইকিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।
সারা দেশের মশাপ্রবণ এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
















সর্বশেষ সংবাদ
কাউন্টি ক্রিকেটে বল হাতে দ্যুতি ছড়ালেন সাকিব আল হাসান
কুমিল্লার নতুন জেলা প্রশাসক আমিরুল কায়সার
মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে আব্দুল্লাহ তাহেরের সাক্ষাৎ
কুবি প্রশাসনকে আল্টিমেটাম শিক্ষার্থীদের
‘সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার নতুন জেলা প্রশাসক আমিরুল কায়সার
কুমিল্লা সদর দক্ষিণে সূচি, টুটুল, বাবলুসহ ১০৫ জনের বিরুদ্ধে মামলা
সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে কুমিল্লার আদালতে হত্যা মামলা
কুমিল্লা ক্লাবে আবার রাখা হচ্ছে পাঠকপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজ
কুমিল্লায় শহীদ পরিবারের খোঁজখবর নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২