আগ্রাসী
গোমতী নদীর ঢলে বুড়িচং উপজেলার বুড়বুরিয়া দিয়ে পার ভেঙে বিপর্যন্ত বুড়িচং ও
ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে গেছে
ফসলী জমিন। বানের তোড়ে ভেসে গেছে গবাদি পশু, হাঁস - মুরগি। এমন বিপর্যয়কর
মুহূর্তে উদ্ধার কাজে অংশ নেয়ার পাশাপাশি নিজেদের সাধ্যানুযায়ী বিশুদ্ধ
পানি,খাদ্য সামগ্রী নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বুড়িচং উপজেলার
সুনামধন্য যুব সংগঠন আলোকিত যুব উন্নয়ন সংস্থা এবং আনন্দ সমাজ উন্নয়ন
সংস্থার সদস্যবৃন্দ।
সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমাদের
এই উদ্যোগ। ইতিমধ্যেই বুড়িচং উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে বিশুদ্ধ
পানি, শুকনা খাবার ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে উদ্ধার কাজে বন্যা কবলিত স্থানে
কাজ করছে আলোকিত যুব উন্নয়ন সংস্থা। এসব কর্মকাণ্ডে আমাদের সহযোগিতায় আরো
যুক্ত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,আহলে সুন্নাত ওয়াল জামাত, আনন্দ সমাজ
উন্নয়ন সংস্থা, গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।
আলোকিত যুব উন্নয়ন
সংস্থার সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানান, যে সব ব্যক্তিরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা
দিতে চান, তাঁরা আলোকিত যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে সহায়তার অর্থ পাঠাতে
পারেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে
ব্যয় করা হবে। প্রেরিত অর্থ কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব
সংরক্ষণ করা হবে, ইনশাল্লাহ।
এদিকে, ৩০ আগষ্ট, সকাল থেকে রাত ৮ পর্যন্ত
একটানা পাচোড়া, চড়ানল, শংকুচাইল, পালট্টি রাজাপুর, ছয়গ্রাম, বাকশীমূল,
হরিপুর, যদুপুর ও বুড়িচং সদরে পানি, শুকনো খাবার সহ দুপুরের খাবার বিতরণ
করা হয়েছে। আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এসব কর্মকাণ্ডে সহযোগিতা করে
আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ। সংস্থার সভাপতি সাংবাদিক গাজী
মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নগরী মিডিয়া
ক্লিনিকে চেয়ারম্যান, ডাঃ এম এ কাদের খান, সাংবাদিক মোঃ শাহজাহান,মাহমুদুল
হাসান, আল আমিন, সাইম, শাওন, স্কাউটার সাহিদুল ইসলাম আরিফ, সাকিব আল
হাসানসহ আরো অনেকে।
উল্লেখ্য,গত ২২ আগষ্ট গোমতী নদীর পাড় ভেঙে বন্যার
পানিতে তলিয়ে যাওয়া পানিবন্দি মানুষের কাছে শুরু থেকে ৩১ আগষ্ট পর্যন্ত
বিগত ১০ দিন তাদের উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখে আসছে।
এপর্যন্ত ২৭ জনকে উদ্ধার সহ প্রায় ২০০০ জন মানুষের মাঝে বিশুদ্ধ পানি,
স্যানিটারি ন্যাপকিন, শুকনো খাবার সহ দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।