গোমতী
নদীর পাড় ভেঙে অকাল বন্যায় নিমজ্জিত বুড়িচং উপজেলার বাকশীমূল, যদুপুর,
হরিপুর ও বুড়িচং এলাকার শতাধিক পরিবারের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করা
হয়েছে।
২৭ আগষ্ট (মঙ্গলবার) দিনব্যাপী কুমিল্লা শাহপুর দরবার শরীফের
যুব সংগঠন জিকরুল্লাহ ইসলামীয়া যুব সংগঠন ফকির বাজার শাখার উদ্যোগে এসব
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মজলিসে
সূরা সদস্য, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ফকির বাজার
খানকায়ে ছোবহানিয়া কাদরিয়ার পরিচালক মোঃ আবুল হাশেম , আবদুল সহিদ,
জিকরুল্লাহ ইসলামীয়া যুব কমিটি ফকির বাজার শাখার সভাপতি মোঃ শাহিন খান,
সাধারণ সম্পাদক কাজী মোঃ জাকির হোসেন, ইসলামী ফ্রন্ট নেতা ডাঃ মোঃ আবু
হানিফ, মোঃ নজরুল ইসলাম, মাওঃ মোঃ মাহবুব রেজা আল কাদরী, মোঃ গোলাম হাসান
আল কাদরী,মোঃ ইকবাল হোসেন চৌধুরী, মোঃ ফরহাদ হোসেন, হৃদয় হোসেন, মোঃ আল
আমিন, মোঃ সিয়াম, মোঃ মাহবুব আলম মোঃ আদিল, মোঃ নুরুল ইসলাম, সাইফুল ইসলাম ,
তাওহিদ হোসেন, ও বাবলু আহমেদ সহ আরো অনেকে।। খাবার সামগ্রীর মধ্যে ছিল,
বিশুদ্ধ পানি, বিস্কুট, খেজুর, মুড়ি, স্যালাইন , গ্যাসলাইট, মোমবাতি।