বার্সেলোনা থেকে
আবারম্যানচেস্টারসিটিতেফিরেছেনইলকায় গুন্দোয়ান।
কদিনআগেইআন্তর্জাতিকফুটবলকেবিদায়জানানোমিডফিল্ডারকে এক বছরের চুক্তিতে
ইতিহাদে ফিরিয়েছেসিটি। দুই পক্ষ রাজি থাকলেতাঁর চুক্তির মেয়াদ আরও এক
বছরবাড়ানোরশর্তওরাখাহয়েছে।
২০১৬ সালে পেপ গার্দিওলাবায়ার্ন
মিউনিখেরচাকরি ছেড়েম্যানচেস্টারসিটির দায়িত্ব নেওয়ার পর
গুন্দোয়ানইছিলেনতাঁরপ্রথম চুক্তি করা খেলোয়াড়। গত মৌসুমে মুক্ত
খেলোয়াড়হিসেবেবার্সেলোনায়নাম লেখানোরআগেসিটিতেপ্রথম মেয়াদে খেলেছেনসাত
মৌসুম।
৩৩ বছরবয়সী গুন্দোয়ান ওই মৌসুমেসিটিরহয়ে ৩০৪ ম্যাচ খেলেকরেন ৬০
গোল। সিটির ওই সাত মৌসুমকেতিনিবিশ্লেষণকরেছেনএভাবে,
‘ম্যানচেস্টারসিটিতেআমারসাতবছরমাঠএবংমাঠেরবাইরেছিলখুবইতৃপ্তিময়।’
আবারসিটিতে
ফেরা গুন্দোয়ানএরপর যোগকরেন, ‘পেপেরজন্য আমার শ্রদ্ধাটা কেমন,
সেটাসবাইজানে। তিনিবিশ্বের সেরা কোচএবংতাঁর সঙ্গে কাজকরলেআপনিপ্রতিদিনইভালো
খেলোয়াড়েপরিণতহবেন। সত্যি বলতেকি, আমিআবারসিটিরজার্সি পরতেউন্মুখহয়েআছি।’
বার্সেলোনায়প্রথম
মৌসুমটাভালোই কেটেছে গুন্দোয়ানের। সব ধরনেরপ্রতিযোগিতামিলিয়ে
স্পেনেরক্লাবটিরহয়ে ৫১ ম্যাচ ৫ গোলকরেছেনজার্মানিরমিডফিল্ডার। তবেশুধু
গোলদিয়েবার্সায়তাঁরঅবদাননিরূপণকরা সম্ভব নয়। গত মৌসুমেমাঝমাঠেবার্সা যে বেশ
গোছানোছিল, সেটাতেবড়অবদান গুন্দোয়ানেরই।
এরপরও
গুন্দোয়ানকেবার্সেলোনাকেরাখতেপারেনিআর্থিক সংকটেরকারণে। দানিওলমোকে দলে
টানার পর যেটাআরওপ্রকটআকারধারণকরে। বিদায়েরসময়সাবেকক্লাবনিয়ে
গুন্দোয়ানওবলেছেনএটাই, ‘আমিকঠিন এক সময়েচলেযাচ্ছি। কিন্তু
আমারচলেযাওয়াক্লাবকেযদি কিছুটাহলেওআর্থিক দিক থেকে উপকৃত করে, আমার
দুঃখকিছুটাকমবে।’