বাংলাদেশ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রমোশনাল কাজের অন্যতম ইনোভেটিভ কর্ম কৌশল
জনঅবহিতকরণ পথসভা গতকাল ভিক্টোরিয়া কলেজ এলাকায় রাস্তার মোড়ে সফলভাবে
সম্পন্ন হয়েছে। বাউবি'র বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত প্রচার কাজের এই
সংক্ষিপ্ত প্রদর্শনী পথসভাটি পথচারী মানুষকে একটু ভিন্ন আঙ্গিকে ম্যাসেজ
দিয়েছে। এখানে বাউবি সংশ্লিষ্ট বেশ কিছু শিক্ষক, শিক্ষার্থী এবং পথচারী
উপস্থিত ছিলেন। ব্যানার প্রদর্শন করে সংক্ষেপে বাউবি'র বিভিন্ন প্রোমোশনাল
কাজ সম্পর্কিত বক্তব্য রাখেন বাউবি'র কুমিল্লা অঞ্চলের পরিচালক আহমেদ
হুসেইন।
তিনি বলেন, বাউবি'র মাননীয় উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন
আখতার-এর যুগান্তকারী বাউবি'র দীক্ষা : সবার জন্য উন্মুক্ত কর্মমুখী,
গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা"-এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে বাউবিকে দেশের আনাচে
কানাচে পৌঁছে দেয়ার নিমিত্তে এই পথসভা অন্যতম পরিকল্পনার অংশ। তিনি আরো
বলেন, বাউবি সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম অংশীজন এবং এ
জন্য শিক্ষার আলো মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে। উপস্থিত সকলকে
বাউবি'র শিক্ষা কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে সহযোদ্ধা হওয়ার আহ্বান
জানিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করে তিনি সংক্ষিপ্ত পথসভার সমাপ্তি ঘোষণা করেন।