বুধবার ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২
কুমিল্লা সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদেই একক প্রার্থী, বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন তারা
তানভীর দিপু
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৬:১৭ পিএম আপডেট: ২১.০৪.২০২৪ ৬:১৮ পিএম |

কুমিল্লা সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদেই একক প্রার্থী, বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন তারাদ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থীরা প্রত্যাহার শেষে তারা টিকে থাকলে এই উপজেলাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে তিনজনই। দ্বিতীয় ধাপে কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হোসনেয়ারা বেগম বকুল। এছাড়া সদর দক্ষিণ উপজেলার বর্তমান চেয়ারম্যান গোলাম সারোয়ার ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু সহ এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট চারজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভাই চেয়ারম্যান পদে এই উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন তিনজন। এছাড়া বরুড়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান মাইনুল হোসেনসহ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের কুমিল্লার তিন উপজেলায় মোট ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।












সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: তথ্য উপদেষ্টা
এনসিপি'র কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক টিম অনুমোদন
কুমিল্লায় রোবো উৎপাদনে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা
পতিত লুটেরা সরকার চৌদ্দগুষ্টি মিলে বিদেশে পাচার করে দেশের অর্থ- হাজী ইয়াসিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সড়ক নির্মানে যুবলীগ নেতার অনিয়ম: তদন্তে দুদকের অভিযান
কুমিল্লায় শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার
ফাহাদের বাড়িতে শোকের মাতম
দুই সভাপতি প্রার্থীর মধ্যে সংঘর্ষ-ভাংচুর, আহত১০
কুমিল্লায় রোবো উৎপাদনে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২