বাংলাদেশ
ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) কর্তৃক আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে দেশে এসেছে। রোববার (৩১
মার্চ) বিকেলে পেঁয়াজের এই চালানটি দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে
পৌঁছায়।
দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দরের স্টেশন ম্যানেজার মির্জা
কামরুর হাসান ঢাকা পোস্টকে বলেন, রোববার বিকেলে মোট ৪২টি ওয়াগনে ১ হাজার
৬৫০ মেট্রিকটন পেঁয়াজ দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায়। পেঁয়াজের
এই চালানটি রপ্তানি করেছে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস
লিমিটেড। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ভারত থেকে যে পেঁয়াজ আমদানি
করেছিল, তার প্রথম চালান এটি। রাতেই পেঁয়াজগুলো সিরাজগঞ্জে নিয়ে খালাস করা
হবে।
দর্শনা রেলবন্দর সিএন্ডএফ'র অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর
মেয়র আতিয়ার রহমান হাবু ঢাকা পোস্টকে বলেন, পবিত্র রমজান মাসে পেঁয়াজের
বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশে পেঁয়াজ নিয়ে বরাবরের মতো যেন কেউ গুদামজাত করে কৃত্তিম সংকট দেখাতে না
পারে এজন্যই সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছে।