ওয়াপদা ডিভিশনকে মাত্র ৬৩ রানে অলআউট করে কাজী উমাম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগে সহজ জয় পেয়েছে সি.ডি.এস.এ (অনূর্ধ্ব-১৬)।
গতকাল
(রবিবার) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলমান প্রথম বিভাগ
ক্রিকেট টুর্নামেন্টের ২য় এবং নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায়
সি.ডি.এস.এ (অনূর্ধ্ব-১৬)।
রবিবার সকাল ৯টায় টুর্নামেন্টের ২য়
ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে ম্যাচ শুরু হয় দুপুর পৌনে ২টায়।
বৃষ্টিবিঘিœত দিনে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়াপদা
ডিভিশন। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৯ ওভারে সব উইকেট
হারিয়ে ওয়াপদা ডিভিশন সংগ্রহ করে মাত্র ৬৩ রান। এদিন বৃষ্টি ভেজা মাঠে
ওয়াপদা ডিভিশনের কোনো ব্যাটসম্যান বড় রান করতে না পারায় ফাইটিং স্কোর দাঁড়
করাতে পারেনি ওয়াপদা ডিভিশন।
ব্যাট শেষে বোলিংয়ে আল-আমিন এবং হিমেল
সি.ডি.এস.এ (অনূর্ধ্ব-১৬)-র টপ অর্ডার ধ্বসিয়ে দিলেও মিডল অর্ডার
ব্যাটসম্যান ইবনে মাহিম আসিফের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটে জয় পায়
সি.ডি.এস.এ (অনূর্ধ্ব-১৬)।
ভেজা মাঠে ওয়াপদা ডিভিশনের দেওয়া ৬৪
রানের সহজ টার্গেট চেইঞ্জ করতেও বিড়ম্বনায় পড়তে হয় সি.ডি.এস.এ
(অনূর্ধ্ব-১৬) দলকে। দলীয় ৪ ওভার ৪ বলের মাথায় হারাতে হয় টপ অর্ডারের ৩
ব্যাটারকে। তবে আসিফের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩ ওভার ৩ বলের মাথায় জয় পায়
দলটি।
টুর্নামেন্টের ২য় ম্যাচে সি.ডি.এস.এ (অনূর্ধ্ব-১৬) দলের হয়ে ৪
বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৯ বলে ২৭ রান করে প্লেয়ার অব
দ্যা ম্যাচ নির্বাচিত হয় মিডল অর্ডার ব্যাটসম্যান ইবনে মাহিম আসিফ। আজ মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফ্রেন্ডন্স ফেয়ার ক্লাব।