ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধানি জমির লেনদেন নিয়ে প্রতিপক্ষের
ছুরিকাঘাতে মুছা মিয়া (৩৪) নামে কৃষক খুন হয়েছে। গতকাল শনিবার (৩০ মার্চ)
বেলা ১১টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণ খার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত
মুছা ওই গ্রামের জুজু মিয়ার ছেলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু
আহমেদ জানান, নিহত মুছা মিয়ার সাথে দক্ষিণ খার গ্রামের রুহুল আমিনের
পরিবারের সাথে ধানি জমি কট নিয়ে লেনদেন ছিল। এর জের ধরে সকালে ধানি জমিতে
মুছা মিয়ার সাথে রুহল আমিনের কথাকাটি হয়। এক পর্যায়ে রুহুল আমিন হাতে থাকা
ধারালো ছুরি দিয়ে মুছাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা
তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া
জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠির সংঘর্ষ, আটক ৪
ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামে পূর্ব বিরোধের জেরে
দুই গোষ্ঠির মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত
হয়। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এসময ককটেলের বিস্ফোরণ ও বেশ কয়েকটি বাড়িতে
অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি
নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়,
সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বদ্বের জের ধরে বিরাসার গ্রামের বাবুল
মিয়ার বড় গোষ্ঠির আলামিন একই গ্রামের পৌর কাউন্সিলর মিজান আনসারির বাড়ি
গোষ্ঠির মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ
বাধে। এরই জের ধরে শনিবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে
সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি ককটেলের
বিস্ফোরন ঘটায়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন
বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ
ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত
পুলিশ মোতায়েন রয়েছে।