ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা জোরদার ও
বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী
কৃষক দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা
হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক কুমিল্লা মহানগর
কৃষক দলের আহ্বায়ক কাজী শাহিনুর হোসাইন (শাহীন)-কে আহ্বায়ক করে এ কমিটি
গঠন করা হয়।
গত বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল
কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক
শহিদুল ইসলাম বাবুলের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে
সারাদেশের ন্যায় কুমিল্লা-১০ আসনেও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে
এই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির মাধ্যমে উক্ত আসনে নির্বাচন সংশ্লিষ্ট
সকল প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
কমিটির অন্যান্য
সদস্যরা হলেন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর সরকার,
সহ-সভাপতি আবুল হোসেন মিয়াজি, কুমিল্লা মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক
কাজী বাকের হোসেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সাইফুল
ইসলাম।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত
প্রার্থীর পক্ষে প্রচারণা ও বিজয় নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক
দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক সংসদীয় আসনভিত্তিকভাবে এসব দায়িত্ব প্রদান করা
হয়েছে।
