বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
৯ মাঘ ১৪৩২
নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ পথ : ডা. তাহের
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৫৭ এএম আপডেট: ২২.০১.২০২৬ ১:২৩ এএম |




 নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ পথ : ডা. তাহেরজামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে। এই নির্বাচনই ঠিক করবে দেশ স্বাধীন ও আত্মমর্যাদাশীলভাবে এগিয়ে যাবে, নাকি গত ৫৪ বছরের গাঢ় অন্ধকারে ফিরে যাবে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার একটি পার্টি সেন্টারে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সাবেক ও বর্তমান চেয়ারম্যান, কাউন্সিলর ও ইউপি সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, এই নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ফ্যাসিবাদ ও পরিবারতন্ত্রের রাজনীতিতে প্রত্যাবর্তন করবে, নাকি প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ করে একটি গণতান্ত্রিক, সুশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবে। তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমেই জাতীয় সত্তার নতুন বিকাশ ঘটবে এবং জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটানোর সুযোগ সৃষ্টি হবে।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, সাবেক জেলা আমীর মোহাম্মদ আব্দুস সাত্তার, সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন ও পৌর আমীর মাওলানা ইব্রাহিম।
সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতে সেক্রেটারি বেলাল হোসাইন। এ সময় সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
বিএনপির তিন‘বিদ্রোহী’ কে কোন প্রতীক পেলেন:
প্রতীক বরাদ্দের দিনেই কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ক্ষুব্ধ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা
১১ টি আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
মঞ্জুরুল আহসান মুন্সীর ভোটের দুয়ার খুলল না
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার দেবিদ্বারে প্রার্থীতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রিট খারিজ
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২