
১২
ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এর আগে ৩ ফেব্রুয়ারি ফেডারেশন কাপ ও ৬
ফেব্রুয়ারি লিগের খেলা আয়োজনে আপত্তি জানিয়েছিল মোহামেডান। গত পরশু দিনের
সভায় বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান নানা
যুক্তি তুলে ধরে প্রকাশিত সূচি বহালের পক্ষে। ৪৮ ঘণ্টা পর আজ ক্লাবগুলোকে
নির্বাচনের আগে খেলা না হওয়ার বিষয়টি জানিয়েছে ফেডারেশন।
লিগের ফিকশ্চার
ও লিগ সংক্রান্ত প্রায় সকল বিষয়ে কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান ও সাধারণ
সম্পাদক ইমরান হোসেন তুষারের যৌথ স্বাক্ষর থাকে। আজ ক্লাবগুলোতে পাঠানো
চিঠিতে স্বাক্ষর ছিল বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে খেলা পুনরায় শুরু না করার বিষয়ে চিঠিতে বলা
হয়েছে, ‘অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের অনুরোধ ও আইন শৃঙ্খলা বাহিনীর
অনুরোধের প্রেক্ষিতে ফেডারেশন কাপ ( ম্যাচ ডে-৭) ও লিগ (রাউন্ড-১০) এর খেলা
সমূহ পুনরায় শুরু হচ্ছে না। উক্ত প্রতিযোগিতা সমূহের পুনঃনির্ধারিত
ফিকশ্চার খুব তাড়াতাড়ি প্রেরণ করা হবে।’
নির্বাচনের আগে পুনরায় খেলা
শুরু না হওয়ার দাবিতে মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব সোচ্চার
ছিলেন সবচেয়ে বেশি। সভার পরও ফেডারেশনের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় সাধুবাদ
জানাচ্ছেন সাবেক জাতীয় ফুটবলার, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনের আগে
খেলা আয়োজন করা ফেডারেশন এবং ক্লাব উভয়ের জন্যই চ্যালেঞ্জিং। এই
সিদ্ধান্তের ফলে এখন ক্লাবগুলো আরও কয়েক দিন পর ক্যাম্প শুরু করে অনুশীলন
করবে। এতে ব্যয় সাশ্রয় হবে।’
৩১ জানুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগের
মধ্যবর্তী দলবদল চলছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে খেলা পুনরায় না শুরু
হওয়ায় এক মাসের বেশি সময় ধরে ঘরোয়া ফুটবল স্থগিত থাকছে। আবার ৩১ মার্চ
সিঙ্গাপুর ম্যাচে জাতীয় দলের প্রস্তুতির জন্যও ঘরোয়া লিগ বিরতি থাকবে।
