ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি
এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ
বেতার” শীর্ষক একটি কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার
(১৮ জানুয়ারি) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জুলাই
গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সাধারণ ভোটারদের আসন্ন ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ভোটদানে উদ্বুদ্ধ করা এবং গণতান্ত্রিক অধিকার
সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) শাহনাজ
বেগম। তিনি তার বক্তব্যে বলেন, এবারের ভোটের বিশেষত্ব হচ্ছে গণভোট। আপনারা
গণভোট দিবেন। গণভোট দেওয়া মানে ডাইরেক্ট একটা ডেমোক্রেসি। গণভোট হল সাধারণ
জনগণের মত প্রকাশের মাধ্যম। আমাদের সেই সুযোগ এসেছে মতামত দেওয়ার।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল।
এছাড়া
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের আঞ্চলিক
পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, আঞ্চলিক প্রকৌশলী ফারুক আহমেদ, সহকারী
বার্তা নিয়ন্ত্রক রায়হানা আক্তার, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান,
বুদ্ধিজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শিল্পী ও কলাকুশলীরা।
অনুষ্ঠানের
অংশ হিসেবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন
জাতীয় ও স্থানীয় পর্যায়ের জনপ্রিয় শিল্পীবৃন্দ এবং চ্যানেল আই তারকা খায়রুল
ওয়াসী।
অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা
যায়। আয়োজকরা সকলকে এই গণসচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ
জানান।
